ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

প্রথমবারের মতো আমেরিকার ম্যারাথনে হিজাবি নারী

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
প্রথমবারের মতো আমেরিকার ম্যারাথনে হিজাবি নারী প্রথমবারের মতো আমেরিকার ম্যারাথনে হিজাবি নারী

মুসলিম হিজাবি ক্রীড়াবিদ রাহাফ খতিব আগামী এপ্রিল মাসে আমেরিকার বোস্টনে অনুষ্ঠিত দু’টি ম্যারাথনে অংশগ্রহণ করবেন।

৩৩ বছর বয়সী এই মুসলিম ক্রীড়াবিদের বোস্টন ম্যারাথনে অংশগ্রহণকে একটি মাইলফলক হিসেবে ভাবা হচ্ছে।  

কারণ, বোস্টন ম্যারাথন এবার ৫০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে।

আর এমন সময়ে ম্যারাথনে প্রথম বারের মতো একজন হিজাবি নারী অংশগ্রহণ করছেন।  

ম্যারাথনে অংশ নেওয়া প্রসঙ্গে এনবিসি নিউজের সঙ্গে দেওয়া এক সাক্ষাতকারে রাহাফ খতিব বলেন, আমি দারুণ আনন্দবোধ করছি ম্যারাথনে অংশ নেওয়ার সুযোগ পেয়ে। আমি জানি, আমার কাজের সমালোচনা হবে। কিন্তু মানুষের ভুল ধারণা ভেঙে দিতে চাই, প্রমাণ করতে চাই এবং দেখাতে চাই যে, মুসলিম হিজাবধারী নারীরাও ম্যারাথনে অংশগ্রহণ করতে পারে।

রাহাফ আরও বলেন, আমি মুসলিম নারীদের সম্পর্কে অমুসলিমদের ভ্রান্ত ধারণাগুলো দূর করার একটি বার্তা নিয়ে ম্যারাথনে অংশ নেবো। মুসলিম নারীরা যে অসামাজিক নয়- এটা প্রমাণ করতে চাই।  

বলাবাহুল্য, ৩৩ বছর বয়সী রাহাফ সিরিয়ান বংশোদ্ভূত। আশির দশকে তিনি আমেরিকায় এসেছেন। তিন সন্তানের জননী এই ক্রীড়াবিদ মুসলিম কমিউনিটিতে ব্যাপক জনপ্রিয়।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।