ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

সিলেটের প্রবীণ ব্যক্তিত্ব মোতওয়াল্লী মাহমুদের ইন্তেকাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
সিলেটের প্রবীণ ব্যক্তিত্ব মোতওয়াল্লী মাহমুদের ইন্তেকাল

সিলেট: সিলেটের প্রবীণ ব্যক্তিত্ব নগরীর টিলাগড় জামে মসজিদের মোতওয়াল্লী হাজি মাহমুদ আলী (১০৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। 

শুক্রবার (১৭ মার্চ) সংকটাপন্ন অবস্থায় তাকে নগরীর পার্কভিউ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। রাত সাড়ে ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহমুদ আলী।


 
মৃত্যুকালে তিনি পুত্র-কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

রোববার (১৯ মার্চ) মরহুমের নামাজে জানাজা সম্পন্ন হবে বলে জানিয়েছেন তার স্বজন আব্দুল মুকিত।  

এদিকে,  মোতওয়াল্লী হাজি মাহমুদ আলীর মৃত্যুকে শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং বাসায় উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানান।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এনইউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।