ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ইউরোপের প্রথম পরিবেশবান্ধব মসজিদ হচ্ছে ক্যামব্রিজে

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
ইউরোপের প্রথম পরিবেশবান্ধব মসজিদ হচ্ছে ক্যামব্রিজে ইউরোপের প্রথম পরিবেশবান্ধব মসজিদ হচ্ছে ক্যামব্রিজে

ক্যামব্রিজ যুক্তরাজ্যের একটি শহর। এখানে বিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় অবস্থিত। সেই ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে একটি অত্যাধুনিক মসজিদ নির্মাণ করা হচ্ছে। মসজিদটি নির্মাণের ক্ষেত্রে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বর্তমানে ক্যামব্রিজ শহরে যে মসজিদ রয়েছে, সেটা ছোট হওয়ার কারণের নতুন মসজিদের প্রয়োজনীয়তা দেখা দেওয়ার প্রেক্ষিতে মসজিদটি নির্মাণ করা হচ্ছে।  

বলা হয়েছে, ক্যামব্রিজের ৬ হাজার মুসলমানের চাহিদা পূরণের লক্ষ্যে মসজিদটি নির্মাণ করা হচ্ছে।

১৮ মিলিয়ন ডলার বাজেটে ২০১৬ সালে সেপ্টেম্বর মাসে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছে।

মসজিদটি নির্মাণের প্রথম ধাপে ভিত্তি স্থাপন এবং একটি ভূগর্ভস্থ পার্কিং নির্মাণ করা হবে।  

আশা করা যাচ্ছে, এই মসজিদের নির্মাণ কাজ আগামী গ্রীষ্মের মধ্যেই শেষ হবে।  
পবিত্র কোরআনে যে সব ফলের কথা উল্লেখ রয়েছে, সেগুলোর সমন্বয়ে একটি বাগান থাকবে
দ্বিতীয় ধাপে মসজিদের মূল ভবন নির্মাণ করা হবে। নির্মাণ শেষে মসজিদে একসঙ্গে ১ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। থাকবে নারী ও পুরুষের জন্য আলাদা আলাদা নামাজের জায়গা।

২০১৮ সালের মধ্যে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অত্যাধুনিক মসজিদের নির্মাণ কাজ পুরোপুরি শেষ হবে।  

মসজিদের সংলগ্ন শিশুদের জন্য একটি কোরআন শিক্ষাকেন্দ্র নির্মাণ করা হবে।  

বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে, পবিত্র কোরআনে যে সব ফলের কথা উল্লেখ করা হয়েছে, সেগুলোর সমন্বয়ে একটি বাগান। আর এ কারণেই মসজিদটি মানুষের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে।

এ ছাড়া পুরো মসজিদটি পরিচালিত হবে সৌর বিদ্যু‍ৎ দ্বারা। এ কারণে মসজিদটিকে বলা হচ্ছে, ইউরোপের প্রথম পরিবেশ বান্ধব মসজিদ।

-আরব নিউজ অবলম্বনে

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।