ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ঢাবি যাচ্ছে আন্তর্জাতিক আরবি বিতর্ক প্রতিযোগিতায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
ঢাবি যাচ্ছে আন্তর্জাতিক আরবি বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে প্রতিযোগী দলের সদস্যরা

ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রথমবারের মতো কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিতব্য ৪র্থ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আরবি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ।

মঙ্গলবার (৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাবির আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউছুফ, অধ্যাপক মো. আবদুল কাদির, সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মারুফ ও সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন প্রমুখ।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হচ্ছেন- আবদুল্লাহ মাহমুদ নজীব (২য় বর্ষ), আখতার হোসাইন (৩য় বর্ষ), ফাহিম বিল্লাহ (৩য় বর্ষ) এবং আব্দুল্লাহ বিন আকিল (২য় বর্ষ)।

কাতার ফাউন্ডেশনের আয়োজনে এই আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে ৮৬টি দল আমন্ত্রিত হয়েছে।  

৬ এপ্রিল (বৃহস্পতিবার) কাতারের উদ্দেশ্যে যাত্রা করবে ঢাবির আরবি বিভাগের শিক্ষার্থীরা।  

আগামী ৭-১২ এপ্রিল কাতারের রাজধানী দোহায় এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রতিযোগী দলের সাফল্য কামনা করেছেন।  

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এসকেবি/এমএইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।