ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া আর নেই

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, মে ২০, ২০১৭
মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া আর নেই মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া

ঢাকা মালিবাগ জামিয়ার প্রবীণ মুহাদ্দিস, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের যুগ্ম-মহাসচিব আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া (৬৫) আর নেই।

শনিবার (২০ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েমহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, ভক্ত-অনুরাগী রেখে গেছেন।  

আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কওমি ধারার আলেমদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

বেশ কয়েকদিন আগে তিনি ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হন। তখন তাকে মগবাজারের নিউরোলজী হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে মাওলানা আবুল ফাতাহকে ইসলামী ব্যাংক হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়। এখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  

কওমি শিক্ষাধারার এই মেধাবী আলেম আধুনিক রাষ্ট্রবিজ্ঞান, ইসলামি অর্থনীতির আধুনিক রূপায়নসহ অনকেগুলো গবেষণাগ্রন্থের লেখক।  

আল্লামা আবুল ফাতাহর লেখা দেওবন্দের ইতিহাস ঐতিহ্য ও অবদান কওমি মাদরাসা শিক্ষা সিলেবাসের গুরুত্বপূর্ণ পাঠ্য।  

আজ (শনিবার, ২১ মে) বাদ এশা মালিবাগ মাদরাসা সংলগ্ন মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।  

রোববার (২১ মে) সকাল ৭টায় মাওলানা আবুল ফাতাহকে ময়মনসিংহের নিজ গ্রাম মালিডাঙ্গার (ফরাজি বাড়ী) পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া আব্বা মাওলানা মিয়া হোসেন (রহ.) ছিলেন ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত একজন আলেম।  

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মে ২০, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।