ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

বেসরকারি হজযাত্রীদের সৌদিতে টাকা পাঠানোর নির্দেশ

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
বেসরকারি হজযাত্রীদের সৌদিতে টাকা পাঠানোর নির্দেশ বেসরকারি হজযাত্রীদের সৌদিতে টাকা পাঠানোর নির্দেশ

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর ১৪৩৮ হিজরি সনের ৯ জিলহজ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। সে লক্ষে চলছে জোড় প্রস্তুতি।

হজের প্রস্তুতির অংশ হিসেবে চলতি মৌসুমে বেসরকারি হজযাত্রীদের আবাসন, খাওয়া ও মোয়াল্লেম ফি’র খরচ বাবদ সর্বমোট ৬ হাজার ৮৩০ রিয়াল সৌদি আরবে পাঠাতে হবে।

বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দেড় লাখ টাকা।

নিজ নিজ হজ এজেন্সির ব্যাংক একাউন্ট থেকে ই-পেমেন্ট সিস্টেমে এই অর্থ পাঠানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়।

বৈদেশিক মুদ্রার লেনদেনে নিয়োজিত ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে এই প্রজ্ঞাপন পাঠানো হয়েছে।  

প্রজ্ঞাপনে বলা হয়, বেসরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজযাত্রীদের নামের তালিকা ব্যাংকে পাঠাবে স্ব স্ব এজেন্সি। এজেন্সি কর্তৃপক্ষ নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রত্যেক হজযাত্রীর জন্য সৌদি আরবে আবাসন ভাড়া বাবদ ৪ হাজার ১৪১ রিয়াল, খাওয়ার জন্য ১ হাজার ৬০০ রিয়াল এবং মোয়াল্লেম ফি বাবদ ১ হাজার ৮৯ রিয়াল পাঠাবে।

এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৭ হাজার ১৯৮ জন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।