ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

প্রতিবন্ধীকে কাবা তওয়াফে সহযোগিতার হৃদয়স্পর্শী ঘটনা

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
প্রতিবন্ধীকে কাবা তওয়াফে সহযোগিতার হৃদয়স্পর্শী ঘটনা একা একা হুইলচেয়াল ঠেলে তওয়াফ করছেন ওমর ফারুক

একজন প্রতিবন্ধী তওয়াফকারীর শেয়ার করা একটি ভিডিও দেখে চোখের পানি ফেলছেন দর্শকরা।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একজন যুবক হুইলচেয়ারে করে কাবা শরিফ তওয়াফের জন্য চক্কর কাটার চেষ্টা করছেন। বহুকষ্টে ভীড় ঠেলে হুইল চেয়ারের চাকা ঘুরিয়ে সামনে এগুচ্ছেন ধীরে ধীরে।

হুইলচেয়ারে বসা প্রতিবন্ধী যুবককে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। এভাবেই সে তওয়াফের ৭ চক্কর থেকে মাত্র ১ চক্কর কাটতে সক্ষম হয়।  
এমতাবস্থায় যুবকটি অনুভব করে তার চেষ্টা ছাড়াই হুইলচেয়ারটি চলছে। তিনি পেছনে ফিরে দেখেন মাঝ বয়সী এক তওয়াফকারী তার চেয়ারটি ঠেলছেন আর মুখে আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছেন। আবার মাঝে-মধ্যে বিভিন্ন দোয়া পাঠ করছেন।  

এ দিকে প্রতিবন্ধী যুবকও উচ্চ আওয়াজে নিজের জন্য এবং সাহায্যকারীর জন্য চোখের পানি ফেলে দোয়া করা শুরু করেন। যুবকের কান্নামিশ্রিত দোয়া শুনে সাহয্যকারীও কান্না শুরু করেন। এভাবে চলতে থাকে কাবা চত্বরে ইহরাম পরিধান করে দুই তওয়াফকারীর সময়।  
হুইলচেয়াল ঠেলে তওয়াফ ওমর ফারুককে তওয়াফ করাচ্ছেন আগন্তুক মুহা্ম্মদ
প্রতিবন্ধী যুবকের নাম উমর ফারুক। আর তাকে সাহায্যকারী মাঝ বয়সী লোকটি নাম মুহাম্মদ।  

তওয়াফ শেষে মুহাম্মদ পরম মমতায় জড়িয়ে ধরেন প্রতিবন্ধী যুবক ওমরকে । সে সময় ওমর ফারুকও কাঁদতে থাকেন। তার জন্য প্রাণখুলে দোয়া করেন। তাদের এই দৃ্শ্য দেখে উপস্থিত মানুষের চোখেও পানি চলে আসে।  

মুহাম্মদ আর ওমর ফারুকের মাঝে পূর্ব পরিচয় ছিলো না। ওমর ফারুক তার অক্ষমতাকে স্বীকার করেই তওয়াফ করতে আসেন। তিনিও অন্যের সাহায্য চাননি। কিন্তু তাকে অপ্রত্যাশিতভাবে মুহাম্মদ তওয়াফে সাহায্য করেন। এমন ভ্রাতৃত্ববোধ ও আচরণ অবশ্যই প্রশংসাযোগ্য।  

তাদের সম্পর্কে বিস্তারিত কিছু জানার সুযোগ হয়নি। তওয়াফের ফাঁকে ফাঁকে দু’জনের সামান্য কথাবার্তা থেকে শুধু নাম জানা গেছে।  

** পবিত্র হজযাত্রায় যেসব উপকরণ সঙ্গে নিতে হবে
** পবিত্র হজযাত্রার প্রস্তুতিতে যেসব বিষয় মনে রাখা দরকার
** বদলি হজের বিধি-বিধান
** সমুদ্রপথে পুনরায় হজ রুট চালু করবে ভারত
** ২০১৮ সালের হজের প্রাক-নিবন্ধন শেষের পথে!
** হজের সময় ইরানকে অস্থায়ী দূতাবাসের অনুমতি সৌদির
** হাজীদের ট্রলি ব্যাগ দেবে এজেন্সি, তদারকি করবে হাব
** ২৪ জুলাই থেকে হজ ফ্লাইট, ১২ জুলাই থেকে টিকা
** হাজীদের স্বস্তি দিতে বহুমাত্রিক ডিজিটাল ছাতা

-ইলমফিড.কম অবলম্বনে

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।