ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ইংল্যান্ড থেকে সাইকেলযোগে হজ পালনে যাত্রা শুরু

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
ইংল্যান্ড থেকে সাইকেলযোগে হজ পালনে যাত্রা শুরু ইংল্যান্ড থেকে সাইকেলযোগে হজ পালনে যাত্রা শুরু

৮ জন ব্রিটিশ মুসলিম সাইকেলযোগে হজ পালনের জন্য ইংল্যান্ড থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করেছেন।

তাদের আশা, সবকিছু পরিকল্পনামতো হলে যথাসময়ে তারা সৌদি আরব গিয়ে পৌঁছতে সক্ষম হবেন।  

সাইকেলযোগে হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছতে তাদের ছয় সপ্তাহ সময় লাগবে এবং পাড়ি দিতে হবে সাড়ে ৩ হাজার মাইল পথ।

পথে তাদের ৩টি পর্বত ও ৩টি সমুদ্র পাড়ি দিতে হবে।  

শুক্রবার (১৪ জুলাই) জুমার নামাজের পর সাইকেলযোগে হজ পালনকারীরা ইংল্যান্ডের ইস্ট লন্ডন মসজিদ থেকে রওয়ানা দিয়েছেন। তাদের বিদায় জানাতে প্রচুর মানুষের সমাগম ঘটে।  

ব্রিটেন থেকে যাত্রা শুরু করে দলটি ফ্রান্স, জার্মানী, সুইজারল্যান্ড, ইতালি ও গ্রীস হয়ে সৌদির পথে এগুবেন। গ্রীস থেকে সমুদ্র পথে মিসর হয়ে সৌদি আরব প্রবেশ করবেন।  

তারা প্রথমে সৌদি আরবের মদিনায় যাবেন। মদিনার আনুষ্ঠানিকতা শেষে তারা মক্কায় যাবেন।  

যদিও তারা তুরস্ক, সিরিয়া এবং জর্ডান হয়ে সৌদি আরব যেতে চেয়েছিলেন। কিন্তু নিরাপত্তার কারণে ওই পরিকল্পনা ত্যাগ করতে হয়েছে তাদের।  

দলগতভাবে ব্রিটেন থেকে সাইকেলযোগে হজ পালনকারী হিসেবে এই দলটি প্রথম।

অংশগ্রহণকারীদের দলনেতা হিসেবে রয়েছে মাওলানা আবদুল মুকিত। তিনি যাত্রাশুরুর আগে ইস্ট লন্ডনের মসজিদের বাইরের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। নিরাপদ ভ্রমণের জন্য তারা দোয়া কামনা করেন।

** প্রতিবন্ধীকে কাবা তওয়াফে সহযোগিতার হৃদয়স্পর্শী ঘটনা
** পবিত্র হজযাত্রায় যেসব উপকরণ সঙ্গে নিতে হবে
** পবিত্র হজযাত্রার প্রস্তুতিতে যেসব বিষয় মনে রাখা দরকার
** বদলি হজের বিধি-বিধান
** সমুদ্রপথে পুনরায় হজ রুট চালু করবে ভারত
** ২০১৮ সালের হজের প্রাক-নিবন্ধন শেষের পথে!
** হজের সময় ইরানকে অস্থায়ী দূতাবাসের অনুমতি সৌদির
** হাজীদের ট্রলি ব্যাগ দেবে এজেন্সি, তদারকি করবে হাব
** ২৪ জুলাই থেকে হজ ফ্লাইট, ১২ জুলাই থেকে টিকা
** হাজীদের স্বস্তি দিতে বহুমাত্রিক ডিজিটাল ছাতা

-ইলমফিড.কম অবলম্বনে

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।