ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

মালয়েশিয়ায় ছোটদের হজ প্রশিক্ষণে ব্যাপক সাড়া

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
মালয়েশিয়ায় ছোটদের হজ প্রশিক্ষণে ব্যাপক সাড়া মালয়েশিয়ায় ছোটদের হজ প্রশিক্ষণে ব্যাপক সাড়া

হজ আরবি শব্দ। এর আভিধানিক অর্থ ইচ্ছা বা সংকল্প করা। ইসলামি শরিয়তের পরিভাষায় আল্লাহতায়ালার নির্দেশ পালনার্থে নির্দিষ্ট সময়ে, নির্ধারিত তারিখে, নির্দিষ্ট স্থান তথা কাবা শরিফ ও তত্সংশ্লিষ্ট স্থানগুলো জিয়ারত করার সংকল্প করাকে হজ বলা হয়।

হজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম। এটি শারীরিক ও আর্থিক ইবাদতগুলোর মধ্যে অনন্য।

আর্থিক ও দৈহিকভাবে সামর্থ্যবানদের ওপর জীবনে একবার হজ করা ফরজ।

সুতরাং যে ব্যক্তি হজব্রত পালন করলো, সে আল্লাহতায়ালার নির্দেশ পালন করে নিজেকে ধন্য ও জান্নাতি মানবে পরিণত করল।
পাথর সংগ্রহ করছেন শিক্ষার্থীরা
পবিত্র মক্কা ও মদিনায় রয়েছে অগণিত পবিত্র স্থান। যেমন আল্লাহতায়ালার ঘর, হাজরে আসওয়াদ, সাফা-মারওয়া, আরাফাতের ময়দান, মিনা, মুজদালিফা, মসজিদে হারাম, মসজিদে নববী, প্রিয় নবী (সা.)-এর রওজা মোবারক, জান্নাতুল বাকি, জান্নাতুল মুয়াল্লা, জমজম কূপ ইত্যাদি।
‘লিটল হজ ২০১৭’ নামে বিশেষ হজ প্রশিক্ষণে অংশ নেওয়া দুই শিক্ষার্থী
এসব স্থান দেখার ফলে ইমান বৃদ্ধি পায়। পবিত্র হজের মাধ্যমেই কেবল এসব স্থান দেখার সুবর্ণ সুযোগ লাভ হয়। তাই প্রত্যেক মুমিন-মুসলমানের হৃদয়ে ইচ্ছা থাকে পবিত্র হজ পালন করার।  

হজ পালনের প্রতি আগ্রহ বাড়াতে মালয়েশিয়ায় নেওয়া হয় ব্যতিক্রমী উদ্যোগের। ওই উদ্যোগের অংশ হিসেবে পবিত্র কাবা ঘরের প্রতিকৃতিসহ হজ পালনের জায়গাসমূহের প্রতিকৃতি বানিয়ে হজের মহড়ায় অংশ নেয় মালয়েশিয়ার হাজার হাজার শিক্ষার্থী।  
ইহরামের মতো সাদা কাপড় গায়ে জড়িয়ে কাবার প্রতিকৃতিতে তওয়াফ করছে শিক্ষার্থীরা
সোমবার (২৪ জুলাই)  কুয়ালালামপুরের লিটল ক্যালিফস কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা হজের আনুষ্ঠানিকতার প্রায়োগিক জ্ঞানার্জনের অংশ হিসেবে ‘লিটল হজ ২০১৭’ নামে বিশেষ হজ প্রশিক্ষণে অংশ নেয়।

অভিভাবকরা প্রশিক্ষণের জন্য ছয়-সাত বছর বয়সী শিক্ষার্থীদের প্রস্তুত করে দিচ্ছেন
প্রশিক্ষণে অংশ নিয়ে ছয়-সাত বছর বয়সী শিক্ষার্থীদের কেউ কেউ হজের প্রশিক্ষণের অংশ হিসেবে ইহরামের মতো সাদা কাপড় গায়ে জড়িয়ে কাবার প্রতিকৃতিতে তওয়াফ করছেন, কেউ পাথর সংগ্রহ করছেন, কেউ আবার অন্য আনুষ্ঠানিকতায় মশগুল। সবার সাথে রয়েছে সবুজ ব্যাগ, হাতে পাসপোর্ট, হাতে বেল্ট, মুখে তালবিয়া পাঠ। উপস্থিত দর্শকরা তাদের নানাভাবে উৎসাহ দেয়।  

-আরব নিউজ অবলম্বনে
আরও পড়ুন
মক্কার দর্শনীয় কিছু স্থান
জেদ্দায় পৌঁছেছে প্রথম হজ-ফ্লাইট
ঢাকায় ফেরার পর প্রতি হাজিকে জমজমের ৫ লিটার পানি​
আল্লাহুম্মা লাব্বায়েকের ডাকে ঢাকা ছাড়লো ১ম ফ্লাইট
কাতারের নাগরিকদের হজ পালনে বাধা নেই
সংক্ষিপ্ত হজ গাইড: হজের কিছু বিশেষ স্থান ও পরিভাষা
সংক্ষিপ্ত হজ গাইড: হজের ধারাবাহিক কার্যক্রম
সংক্ষিপ্ত হজ গাইড: হজযাত্রীদের জন্য কিছু জরুরি পরামর্শ
সংক্ষিপ্ত হজ গাইড: মক্কায় পৌঁছার পর করণীয়
সংক্ষিপ্ত হজ গাইড: হজযাত্রীদের যা জানা আবশ্যক
নিবন্ধনের শেষদিন: হজের ১৫০ কোটা এখনও পূরণ হয়নি
মক্কা-মদিনায় প্রিয় নবী সা.-এর স্মৃতিময় কিছু স্থান
হজযাত্রীদের ট্রলি-ব্যাগ সরবরাহে অনিয়মে ছাড় নয়
সৌদির সঙ্গে সরাসরি হজ ফ্লাইট চায় ইসরাইল!
বেসরকারি হজযাত্রীদের ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে
হজের সময় সরকারি হজযাত্রীদের নিজ দায়িত্বে খেতে হবে
বাংলাদেশি হাজীদের স্বাস্থ্যসেবায় ২৬৭ সদস্যের দল ঘোষণা​
ইংল্যান্ড থেকে সাইকেলযোগে হজ পালনে যাত্রা শুরু
প্রতিবন্ধীকে কাবা তওয়াফে সহযোগিতার হৃদয়স্পর্শী ঘটনা
পবিত্র হজযাত্রায় যেসব উপকরণ সঙ্গে নিতে হবে
পবিত্র হজযাত্রার প্রস্তুতিতে যেসব বিষয় মনে রাখা দরকার
বদলি হজের বিধি-বিধান
২০১৮ সালের হজের প্রাক-নিবন্ধন শেষের পথে!
হজের সময় ইরানকে অস্থায়ী দূতাবাসের অনুমতি সৌদির
হাজীদের ট্রলি ব্যাগ দেবে এজেন্সি, তদারকি করবে হাব
২৪ জুলাই থেকে হজ ফ্লাইট, ১২ জুলাই থেকে টিকা
হাজীদের স্বস্তি দিতে বহুমাত্রিক ডিজিটাল ছাতা
সমুদ্রপথে পুনরায় হজ রুট চালু করবে ভারত


ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।