ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

সুস্থ শরীরে হজ পালনে কিছু পরামর্শ

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
সুস্থ শরীরে হজ পালনে কিছু পরামর্শ মিনায় হাজীদের অবস্থান

চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে ১ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ হজযাত্রী সৌদি আরব যাবেন।

গত ২৪ জুলাই থেকে শুরু হয়েছে এবারের হজ ফ্লাইট। চলবে ২৮ আগস্ট পর্যন্ত।

হজ পালন শেষে ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত চলবে ফিরতি হজ ফ্লাইট।

হজ প্রত্যেক মুসলমানের জন্য পরম আরাধ্য। হজের রীতিনীতি বা আনুষ্ঠানিকতা এমনই যে, তাতে শারীরিক সামর্থ্য এবং সুস্থ থাকাটা বেশ জরুরি।  

প্রতিবছর বিপুলসংখ্যক বাংলাদেশি পবিত্র হজ পালন করতে সৌদি যান। তাদের অনেকেরই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্নায়ু ও বাতরোগ, কিডনি জটিলতা ইত্যাদি আছে।

অনেকেই আবার সৌদি আরবে গিয়ে প্রচণ্ড গরম আবহাওয়া ও পরিশ্রমে অনেক হাজিই অসুস্থ হয়ে পড়েন। তাই হজে যাওয়ার আগেই নিজ নিজ চিকিৎসকের কাছ থেকে প্রয়োজনীয় ওষুধের তালিকা ও ওষুধের মাত্রা নির্ধারণ করে নেওয়া ভালো।

হাঁটার অভ্যাস করে নিন: হজের বিভিন্ন আনুষ্ঠানিকতায় প্রচুর হাঁটতে হয়। তাই খানিকটা হাঁটার অভ্যাস করে নিলে ভালো। আরামদায়ক হাঁটার জুতো কিনে নিন। একেবারে নতুন জুতো না নিয়ে আগেই এটা পরে বেশ হাঁটাহাঁটি করে মানিয়ে নিন।

অতিভোজন বা অল্পাহার থেকে সাবধান: সৌদি আরবের আবহাওয়া শুষ্ক ও উষ্ণ। তাই প্রচুর পানি, ফল ও ফলের রস খাবেন। তবে ডায়াবেটিস থাকলে মিষ্টি পানীয় বা জুস পরিহার করবেন। পানি বেশি করে খান। খুব ঘামলে স্যালাইন খেতে পারেন। অতিভোজন বা অল্পাহার কোনোটাই করবেন না।

দরকার শুধু সচেতনতা: আবহাওয়ার এই শুষ্কতায় অভ্যস্ত নন বলে অনেক বাঙালির শ্বাসতন্ত্রে প্রদাহ হয়। আবার জনসমাগম বেশি বলে শ্বাসতন্ত্রের সংক্রমণ দ্রুত ছড়ায়। খুসখুসে কাশি, গলা ব্যথা, সর্দি, হাঁচি, জ্বর হওয়া বিচিত্র নয়। কুসুম গরম পানি দিয়ে গড়গড়া করবেন। প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সঙ্গে নিন। মাস্ক ব্যবহার করা ভালো। ভয়ের কিছু নেই, দরকার শুধু একটু সচেতনতা।

একটানা পরিশ্রম করবেন না: গরমের কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। একটানা রোদের মধ্যে হাঁটা বা পরিশ্রম থেকে বিরত থাকুন। মাঝে মাঝেই ঠান্ডা জায়গায় বসে বিশ্রাম নেবেন। অতি রোদে ছাতা ব্যবহার করুন। ঠেলাঠেলি এড়িয়ে চলুন।

ডায়াবেটিস থাকলে: ডায়াবেটিসের রোগীরা ওষুধ গ্রহণ করার পর সময়মতো খাবেন। রক্তচাপ বা হৃদরোগের ওষুধ, হাঁপানির ইনহেলার কখনোই বাদ দেবেন না।

প্রয়োজনীয় ওষুধ সঙ্গে নিন: প্রয়োজনীয় কিছু ওষুধ, খাবার স্যালাইনের প্যাকেট, কাটাছেঁড়ার জন্য কটন ব্যান্ডেজ, আয়োডিন, স্যাভলন, অ্যান্টিসেপটিক ও পোড়ার মলম সঙ্গে নিন। গ্লকোমিটার, থার্মোমিটারও নিন। চিকিৎসকের ব্যবস্থাপত্র সঙ্গে রাখুন। চশমা নিন কয়েকটা।

সাহায্য নিন হেলথ ক্যাম্পের: অসুস্থবোধ করলে বাংলাদেশ হজ মিশন বা নিকটস্থ হেলথ ক্যাম্পের সাহায্য নিতে দ্বিধা করবেন না।

সবচেয়ে ভালো হয় হজে যাওয়ার আগে একবার স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। তবে নিজের শারীরিক অবস্থার সম্যক ধারণা ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার মানসিকতা মনে থাকতে হবে। এটা আপনাকে খুব কাজে দেবে। এর ফলে আল্লাহতায়ালার রহমতে রোগ প্রতিরোধ করে আপনিও সুস্থ শরীরে সঠিক নিয়মে হজ পালন করতে পারবেন- ইনশাআল্লাহ।
আরও পড়ুন
শাওয়াল মাসে ৩২ হাজার কিউবিক মিটার জমজমের পানি বিতরণ
মালয়েশিয়ায় ছোটদের হজ প্রশিক্ষণে ব্যাপক সাড়া
মক্কার দর্শনীয় কিছু স্থান
জেদ্দায় পৌঁছেছে প্রথম হজ-ফ্লাইট
ঢাকায় ফেরার পর প্রতি হাজিকে জমজমের ৫ লিটার পানি​
আল্লাহুম্মা লাব্বায়েকের ডাকে ঢাকা ছাড়লো ১ম ফ্লাইট
কাতারের নাগরিকদের হজ পালনে বাধা নেই
সংক্ষিপ্ত হজ গাইড: হজের কিছু বিশেষ স্থান ও পরিভাষা
সংক্ষিপ্ত হজ গাইড: হজের ধারাবাহিক কার্যক্রম
সংক্ষিপ্ত হজ গাইড: হজযাত্রীদের জন্য কিছু জরুরি পরামর্শ
সংক্ষিপ্ত হজ গাইড: মক্কায় পৌঁছার পর করণীয়
সংক্ষিপ্ত হজ গাইড: হজযাত্রীদের যা জানা আবশ্যক
নিবন্ধনের শেষদিন: হজের ১৫০ কোটা এখনও পূরণ হয়নি
মক্কা-মদিনায় প্রিয় নবী সা.-এর স্মৃতিময় কিছু স্থান
হজযাত্রীদের ট্রলি-ব্যাগ সরবরাহে অনিয়মে ছাড় নয়
সৌদির সঙ্গে সরাসরি হজ ফ্লাইট চায় ইসরাইল!
বেসরকারি হজযাত্রীদের ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে
হজের সময় সরকারি হজযাত্রীদের নিজ দায়িত্বে খেতে হবে
বাংলাদেশি হাজীদের স্বাস্থ্যসেবায় ২৬৭ সদস্যের দল ঘোষণা​
ইংল্যান্ড থেকে সাইকেলযোগে হজ পালনে যাত্রা শুরু
প্রতিবন্ধীকে কাবা তওয়াফে সহযোগিতার হৃদয়স্পর্শী ঘটনা
পবিত্র হজযাত্রায় যেসব উপকরণ সঙ্গে নিতে হবে
পবিত্র হজযাত্রার প্রস্তুতিতে যেসব বিষয় মনে রাখা দরকার
বদলি হজের বিধি-বিধান
২০১৮ সালের হজের প্রাক-নিবন্ধন শেষের পথে!
হজের সময় ইরানকে অস্থায়ী দূতাবাসের অনুমতি সৌদির
হাজীদের ট্রলি ব্যাগ দেবে এজেন্সি, তদারকি করবে হাব
২৪ জুলাই থেকে হজ ফ্লাইট, ১২ জুলাই থেকে টিকা
হাজীদের স্বস্তি দিতে বহুমাত্রিক ডিজিটাল ছাতা
সমুদ্রপথে পুনরায় হজ রুট চালু করবে ভারত

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।