ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

১ হাজার শহিদ পরিবারকে হজের আমন্ত্রণ সৌদি বাদশাহর

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
১ হাজার শহিদ পরিবারকে হজের আমন্ত্রণ সৌদি বাদশাহর ১ হাজার শহিদ পরিবারকে হজের আমন্ত্রণ সৌদি বাদশাহর

সৌদি বাদশাহ সালমান মিসরের এক হাজার শহিদ সৈনিকের পরিবারকে রাজকীয় অতিথি হিসেবে হজ করার সুযোগ দিচ্ছেন। যেসব সৈনিক তাদের মাতৃভূমি রক্ষার জন্য প্রাণ দিয়েছে তাদের পরিবারকেই শুধু এ সুযোগ দেওয়া হচ্ছে। খবর আরব নিউজের।

মিসরের রাজধানী কায়রোতে অবস্থিত সৌদি দূতাবাস সোমবার (৩১ জুলাই) এ ঘোষণা দেন।  

মিসরে নিয়োজিত সৌদি আরবের রাষ্ট্রদূত আহমদ বিন আবদুল আজিজ কাত্তান বলেন, ‘বাদশাহ সালমান শহিদ পরিবারের হজযাত্রীদের সার্বিক ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।

যেনো তাদের আয়োজনে কোনো সমস্যা না হয়। ’

কাত্তান আরও বলেন, মাতৃভূমির জন্য জীবন উৎসর্গকারী সেনাদের প্রতি সম্মান জানিয়ে বাদশাহ সালমান এ নির্দেশ দিয়েছেন।

সৌদি বাদশাদ ভ্রাতৃত্বের নিদর্শনস্বরূপ প্রতিবছর বিভিন্ন দেশের শহিদ পরিবারকে রাষ্ট্রীয় খরচে হজের আমন্ত্রণ জানান। ২০১৬ সালে ফিলিস্তিনের ১ হাজার শহিদ পরিবারকে হজ করিয়েছেন।  

এর আগে ২০১৫ সালে সৌদি আরবে সন্ত্রাসী হামলায় শহিদ চার বাংলাদেশির পরিবারের সদস্যরা হজ পালন করেন। ২০১৫ সালে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহা শহরে স্থানীয় নিরাপত্তা বাহিনীর দপ্তরে একটি মসজিদে নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত এবং অনেকে আহত হন।

ওই ঘটনায় নিহতের মধ্যে চারজন বাংলাদেশি ছিলেন। তাদের পরিবারকে সৌদি বাদশাহ রাষ্ট্রীয় মেহমান হিসেবে হজ পালনের সুযোগ দেন।
আরও পড়ুন
ই-ভিসা জটিলতায় বাতিল হজ ফ্লাইট, সমাধান করবে কে?
মসজিদে হারাম ও মসজিদে নববীর পরিচয়
‘শেষ সম্বল বেইচ্যা হজে যাইতিছি, সবার দোয়া চাই’
অসুস্থ শিক্ষকের সঙ্গী হয়ে ছাত্রের হজের নিয়ত

আল্লাহুম্মা লাব্বায়েকের ডাকে ঢাকা ছাড়লো ১ম ফ্লাইট
ঢাকায় ফেরার পর প্রতি হাজিকে জমজমের ৫ লিটার পানি
জেদ্দায় পৌঁছেছে প্রথম হজ-ফ্লাইট
মসজিদে হারামের পরিচ্ছন্নতায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ
সুস্থ শরীরে হজ পালনে কিছু পরামর্শ
শাওয়াল মাসে ৩২ হাজার কিউবিক মিটার জমজমের পানি বিতরণ
মালয়েশিয়ায় ছোটদের হজ প্রশিক্ষণে ব্যাপক সাড়া
মক্কার দর্শনীয় কিছু স্থান
জেদ্দায় পৌঁছেছে প্রথম হজ-ফ্লাইট
ঢাকায় ফেরার পর প্রতি হাজিকে জমজমের ৫ লিটার পানি​
আল্লাহুম্মা লাব্বায়েকের ডাকে ঢাকা ছাড়লো ১ম ফ্লাইট
কাতারের নাগরিকদের হজ পালনে বাধা নেই
সংক্ষিপ্ত হজ গাইড: হজের কিছু বিশেষ স্থান ও পরিভাষা
সংক্ষিপ্ত হজ গাইড: হজের ধারাবাহিক কার্যক্রম
সংক্ষিপ্ত হজ গাইড: হজযাত্রীদের জন্য কিছু জরুরি পরামর্শ
সংক্ষিপ্ত হজ গাইড: মক্কায় পৌঁছার পর করণীয়
সংক্ষিপ্ত হজ গাইড: হজযাত্রীদের যা জানা আবশ্যক
নিবন্ধনের শেষদিন: হজের ১৫০ কোটা এখনও পূরণ হয়নি
মক্কা-মদিনায় প্রিয় নবী সা.-এর স্মৃতিময় কিছু স্থান
হজযাত্রীদের ট্রলি-ব্যাগ সরবরাহে অনিয়মে ছাড় নয়
সৌদির সঙ্গে সরাসরি হজ ফ্লাইট চায় ইসরাইল!
বেসরকারি হজযাত্রীদের ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে
হজের সময় সরকারি হজযাত্রীদের নিজ দায়িত্বে খেতে হবে
বাংলাদেশি হাজীদের স্বাস্থ্যসেবায় ২৬৭ সদস্যের দল ঘোষণা​
ইংল্যান্ড থেকে সাইকেলযোগে হজ পালনে যাত্রা শুরু
প্রতিবন্ধীকে কাবা তওয়াফে সহযোগিতার হৃদয়স্পর্শী ঘটনা
পবিত্র হজযাত্রায় যেসব উপকরণ সঙ্গে নিতে হবে
পবিত্র হজযাত্রার প্রস্তুতিতে যেসব বিষয় মনে রাখা দরকার
বদলি হজের বিধি-বিধান
২০১৮ সালের হজের প্রাক-নিবন্ধন শেষের পথে!
হজের সময় ইরানকে অস্থায়ী দূতাবাসের অনুমতি সৌদির
হাজীদের ট্রলি ব্যাগ দেবে এজেন্সি, তদারকি করবে হাব
২৪ জুলাই থেকে হজ ফ্লাইট, ১২ জুলাই থেকে টিকা
হাজীদের স্বস্তি দিতে বহুমাত্রিক ডিজিটাল ছাতা
সমুদ্রপথে পুনরায় হজ রুট চালু করবে ভারত

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।