ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

‍এবারও হজযাত্রীরা উপহার হিসেবে পাচ্ছেন পবিত্র কোরআন

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
‍এবারও হজযাত্রীরা উপহার হিসেবে পাচ্ছেন পবিত্র কোরআন ‍এবারও হজযাত্রীরা উপহার হিসেবে পাচ্ছেন পবিত্র কোরআন

পবিত্র হজযাত্রীরা হলেন আল্লাহর ঘরের বিশেষ মেহমান। আর আল্লাহর ঘরের মেহমানদের সম্মানিত করতে প্রত্যেক হজযাত্রীকে পবিত্র কোরআনের কপি উপহার হিসেবে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

চলতি হজ মৌসুমে হজপালনে আগত সব হজযাত্রীকে মসজিদে হারাম থেকে উপহারস্বরূপ কোরআন প্রদান করা হবে।

মসজিদে হারাম ও মসজিদে নববীর ‘গ্রন্থ ও পাণ্ডুলিপি প্রিন্টিং বিভাগ’-এর উদ্যেগে এ আয়োজন করা হয়।

 

কোরআন বিতরণের বিষয়টি ‘গ্রন্থ ও পাণ্ডুলিপি প্রিন্টিং’ বিভাগের পরিচালক শাইখ আলি ইবনে হামেদ আন নাফেঈ গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

বেশ কয়েক বছর ধরে এমন হজযাত্রীদের এমন উপহার দিয়ে আসছে সৌদি কর্তৃপক্ষ। চলতি বছর প্রকল্পটি ৫ম বর্ষে পা দেবে।

তিনি বলেন, হজে আগতদের সেবা প্রদান এবং তাদের সম্মান করা আমাদের দায়িত্ব। তাদের সম্মানের প্রতি লক্ষ্য রেখেই এ প্রকল্প চালু করা হয়েছে।

পবিত্র কোরআনের কপি বিতরণের ফলে হজে অংশগ্রহণকারীরা হজের সফরসহ বিভিণ্ন সময় সঙ্গে থাকা কোরআন থেকে তেলাওয়াত করতে পারবেন বলেও জানান তিনি।

তিনি আরও জানান, মসজিদে হারাম ও মসজিদে নববীর গ্রন্থ ও পাণ্ডুলিপি প্রিন্টিং বিভাগের পক্ষ থেকে হজপালনকারীদের জন্য কোরআন প্রশিক্ষণ কোর্সেরও আয়োজন করা হয়।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।