ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ধর্মমন্ত্রীর নেতৃত্বে হজ ডেলিগেট দল সৌদিতে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
ধর্মমন্ত্রীর নেতৃত্বে হজ ডেলিগেট দল সৌদিতে জেদ্দা এয়ারপোর্টের বাংলাদেশ প্লাজায় হজ ডেলিগেট দল। ছবি: বাংলানিউজ

মক্কা নগরী থেকে: চলতি হজ মৌসুমে বাংলাদেশের হজযাত্রীদের হজ ব্যবস্থাপনা তদারকির জন্য ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে হজ ডেলিগেট দল সৌদি আরব এসে পৌঁছেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের সৌদি অফিস সূত্র এ খবর নিশ্চিত করেছে।  

শনিবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১১টায় হজ ডেলিগেট দল সৌদি আরব পৌঁছুলে জেদ্দা কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তাদের অভ্যর্থনা জানান জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম রোরহান উদ্দিন, কাউন্সেলর হজ মো. মাকসুদুর রহমান এবং জেদ্দা মৌসুমি হজ অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন।

১৪ সদস্যের ডেলিগেট দলে আরও রয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ কে এম আউয়াল(সাইদুর রহমান), নজরুল ইসলাম বাবু (এমপি), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস.এম. গোলাম ফারুকসহ অন্য সদস্যরা।

জেদ্দা এয়ারপোর্টের বাংলাদেশ প্লাজায় হজ ডেলিগেট দল।                                          ছবি: বাংলানিউজহজ ডেলিগেট দলের সদস্যরা সৌদি এসে জেদ্দা এয়ারপোর্টস্থ বাংলাদেশ প্লাজায় কিছু সময় অবস্থান করেন এবং সেখানে উপস্থিত হজযাত্রীদের খোঁজখবর নেন। পরে তারা পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে জেদ্দা হজ টার্মিনাল ত্যাগ করেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, রোবরার (২৭ আগস্ট) রাত ১২টা পযর্ন্ত বাংলাদেশ থেকে ১ লাখ ২৪ হাজার ২৩৭ জন হজযাত্রী সৌদি আরব এসে পৌঁছেছেন। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর হজ পালনের কথা রয়েছে। বাকীরা সোমবারের মধ্যে সৌদি আরব পৌঁছুবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে রোববার পযর্ন্ত সৌদি আরবে ৩৩ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্য পুরুষ ৩১, নারী ২ জন।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
এমএইউ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।