ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

পবিত্র আশুরা ১ অক্টোবর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
পবিত্র আশুরা ১ অক্টোবর

ঢাকা: দেশের আকাশে ১৪৩৯ হিজরি সালের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার (২২ সেপ্টেম্বর) থেকে পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে এবং আগামী ১ অক্টোবর পবিত্র আশুরা উদযাপিত হবে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ধর্মসচিব মো. আনিছুর রহমান।

হিজরি বছরের প্রথম মাসে ১০ মুহাররম আশুরা পালিত হয়। এদিন সরকারি ছুটি। মহানবী হজরত মুহম্মদ (স.) এর দৌহিত্র ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হওয়ার স্মৃতিতে শোকের প্রতীক হিসেবে সারা বিশ্বের মুসলমান সম্প্রদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে।

ইসলামিক ফাউন্ডেশনের সভায় ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব হাফিজুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিজান-উল-আলম, অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফজলে রাব্বী, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শাফায়াত মাহবুব চৌধুরী, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মজিবর রহমান, বিটিভির পরিচালক (প্রশাসন) শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়াও ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দিন আহমদ, আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আবদুর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও শাহ মোহাম্মদ মিজানুর রহমান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী মসজিদের খতিব মাওলানা আবু রায়হান ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান প্রমুখ অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।