ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

সৃজনঘরের আয়োজনে দিনব্যাপী লেখালেখি কর্মশালা সম্পন্ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
সৃজনঘরের আয়োজনে দিনব্যাপী লেখালেখি কর্মশালা সম্পন্ন সৃজনঘরের আয়োজনে দিনব্যাপী লেখালেখি কর্মশালা সম্পন্ন

সৃজনঘর সাহিত্য ফোরাম মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী লেখালেখি কর্মশালা ২০১৭ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) শ্রীমঙ্গলের নাজাত ইসলামী মারকাজ কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সকাল নয়টা থেকে শুরু হওয়া কর্মশালায় সভাপতিত্ব করেন, সৃজনঘরের সভাপতি হাফেজ মাওলানা আহমদ কবীর খলীল।

কবি মীম সফিয়ানের সঞ্চালনায় পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেন ইতিহাস বিশ্লেষক ও গবেষক কবি মুসা আল হাফিজ, বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের সিনিয়র নিউজরুম এডিটর মুফতি এনায়েতুল্লাহ এবং লেখক, অনুবাদক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন।

আবৃত্তিকার কবি মীম সুফিয়ানের নেতৃত্বে অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে সরব আবৃত্তি বলয় সিলেট।

কর্মশালায় সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আহমদ আবদুল্লাহ, কাজি আমিন, শালীন আহমেদ ও দাবানলের শিল্পীরা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সৃজনঘরের সাধারণ সম্পাদক মাওলানা সাইফ রাহমান এবং পরিচিতিমূলক বক্তব্য দেন তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা হামমাদ রাগিব।

কর্মশালায় সৃজনঘরের অনলাইন বিষয়ক সম্পাদক ছড়াকার হাম্মাদ তাহমীমের প্রথম ছড়াগ্রন্থ ‘ছন্দপাতার দ্বন্দগুলো’র মোড়ক উন্মোচন করা হয় এবং ২০১৬-১৭ সেশনের সৃজনঘর সভাপতি আহমদ কবীর খলীল এবং সম্পাদক সাইফ রাহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।  

অনলাইন বিষয়ক সম্পাদক কবি হাম্মাদ তাহমীমকে তার প্রথম ছড়াগ্রন্থের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করে সৃজনঘর কর্তৃপক্ষ।
সৃজনঘরের আয়োজনে দিনব্যাপী লেখালেখি কর্মশালা সম্পন্ন
এ ছাড়া প্রশিক্ষণার্থীদের তিনজনকে প্রতিযোগীতাপূর্বক বিজয়ী হিসেবে কাতিব মিডিয়ার ইনাম বিন সিদ্দিকের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়।

কর্মশালার প্রধান অতিথি ও প্রশিক্ষক মাওলানা যাইনুল আবিদীন নবীন লেখকদের উদ্দেশে বলেন, ‘একজন ভালো ও প্রতিষ্ঠিত লেখক হতে হলে ‘পড়া পড়া এবং পড়া’ এই স্লোগানকে বক্ষে ধারণ করতে হবে। এর কোনো বিকল্প নেই। ’

সমাপনি বক্তব্যে লেখালেখিকে মানবতা বিকাশের উৎকৃষ্টতম একটি মাধ্যম উল্লেখপূর্বক সৃজনঘর সভাপতি আহমদ কবীর খলীল লেখিয়ে বন্ধুদের সৃজনঘরের সঙ্গে থাকার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে তিনি কর্মশালা বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন, বিশেষভাবে নাজাত ইসলামী মারকাজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশংসাপত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।