ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

সৌদি আরবে যে কেউ ‘শায়খ’ উপাধি ব্যবহার করতে পারবেন না

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
সৌদি আরবে যে কেউ ‘শায়খ’ উপাধি ব্যবহার করতে পারবেন না সৌদি আরবে যে কেউ ‘শায়খ’ উপাধি ব্যবহার করতে পারবেন না

‘শায়খ’ আরবি শব্দ। আরবে শায়খ একটি সম্মানসূচক পদবি। এটি সাধারণত কোনো গোত্রের শাসকের ক্ষেত্রে ব্যবহৃত হয়।

রাজপরিবারের পুরুষদের জন্মের পর এই পদবি দেওয়ার প্রচলন রয়েছে। অনুরূপভাবে নারীদের ক্ষেত্রে ‘শায়খা’ পদবি ব্যবহৃত হয়।

শাব্দিকভাবে শায়খ শব্দ দ্বারা বিপুল ক্ষমতা ও আভিজাত্যের ব্যক্তিকে বোঝানো হয়। তবে হাল সময়ে শায়খ শব্দটি সুনির্দিষ্টভাবে মধ্যপ্রাচ্যের রাজ পরিবারের ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহৃত হয়।

পুরনো আরব গোত্রগুলোর মধ্যে তাদের নেতাকে শায়খ বলে সম্বোধন করার রীতিও প্রচলিত।

আরব সভ্যতার সাংস্কৃতিক প্রভাব ও ইসলামের প্রসারের কারণে এই পদবি পৃথিবীর অন্যান্য স্থানে, বিশেষত আফ্রিকা ও এশিয়ার মুসলিম সংস্কৃতিতে ধর্মীয় ও সম্মানসূচক ক্ষেত্রে ব্যবহৃত হয়।  

এরই ধারাবাহিকতায় মুসলিমরা ধর্মীয় ক্ষেত্রে শিক্ষিত ব্যক্তির ক্ষেত্রে শায়খ পদবিটি ব্যবহার করেন।

তবে আরবি শব্দ হিসেবে এর অন্য ব্যবহার রয়েছে। শায়খের আভিধানিক বাংলা অর্থ বৃদ্ধ ও বয়স্ক। সাধারণত পঞ্চাশ ঊর্দ্ধ বয়স হলে- শায়খ বলা হয়।  

হাদিসের ছাত্ররা তাদের হাদিসবিশারদ উস্তাদকে শায়খ বলে সম্বোধন করেন- এসবই প্রচলিত বিষয়।

এবার সেই ‘শায়খ’ (Sheikh) উপাধি ব্যবহারের ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করলো-  সৌদি আরবের সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সরকারের অনুমোদন ব্যতীত কেউ শায়খ শব্দ ব্যবহার করতে পারবেন না। শুধু নির্ধারিত ব্যক্তি (গোত্রীয় নেতা) ও ধর্মীয় ব্যক্তিরা এ শব্দ ব্যবহার করতে পারবেন।

বেশ কয়েকদিন আগে সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমকে এ মর্মে নির্দেশনা প্রদান করা হয় যে, তারা যেনো শুধু অনুমোদিত ব্যক্তির ক্ষেত্রে শায়খ শব্দটি ব্যবহার করেন।

সম্প্রতি সংস্কৃতি মন্ত্রণালয় বিবাহ রেজিস্টারদের প্রতি নির্দেশনা জারি করেছে, তারা যেনো বিয়ের রেজিষ্ট্রেশনের কার্ডে শুধু অনুমোদিত ব্যক্তির ক্ষেত্রে শায়খ শব্দ ব্যবহার করেন।  

সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র হানি আল গাফিলি (Hani Al-Ghafili) এ নির্দেশনা জারি করেন।  

-আরব নিউজ অবলম্বনে

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।