ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

আখেরি মোনাজাতের মাধ্যমে চাঁদপুরে আঞ্চলিক ইজতেমা সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
আখেরি মোনাজাতের মাধ্যমে চাঁদপুরে আঞ্চলিক ইজতেমা সম্পন্ন মোনাজাত করছেন মুসল্লিরা।

চাঁদপুর: আখেরি মোনাজাতের মাধ্যমে চাঁদপুরে প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা সম্পন্ন হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা জোবায়ের।

এসময় আল্লাহর কাছে নিজেদের ক্ষমা প্রার্থনা এবং দেশের উন্নতি ও সমৃদ্ধিসহ বিশ্ব শান্তির জন্য দোয়া করা হয়।

আখেরি মোনাজাতে জেলার আট উপজেলার হাজার হাজার মুসল্লি অংশ গ্রহন করেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) চাঁদপুর সদর উপজেলার পুরান বাজার জাফরাবাদ গ্রামে মেঘনা নদীর পাড়ে ইজতেমা শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।