ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

বৃহস্পতিবার থেকে কিশোরগঞ্জে জেলা ইজতেমা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
বৃহস্পতিবার থেকে কিশোরগঞ্জে জেলা ইজতেমা শুরু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের সুলতানপুর গ্রামে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হচ্ছে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর)।

শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমা শেষ হবে।

জানা যায়, প্রথমবার কিশোরগঞ্জ সদরে প্রায় ৫০ একর জায়গা নিয়ে ইজতেমার জন্য প্যান্ডেল তৈরি করা হয়েছে।

জেলার ১৩টি উপজেলা থেকে মুসল্লিরা ইজতেমা মাঠে জমায়েত হবেন। ইতোমধ্যে বিভিন্নস্থান থেকে দলে দলে মুসল্লিরা ইজতেমা প্রাঙ্গনে আসতে শুরু করেছেন। সবমিলিয়ে অন্তত ১০ লাখ মুসল্লি এ জামাতে শরীক হবেন ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় ওজুখানা, শৌচাগার নির্মাণ, লাইটসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সৌদি আরব, মালয়েশিয়া, ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা এ ইজতেমায় অংশ নেবেন।

কিশোরগঞ্জ মারকায মসজিদের ইমাম মাওলানা আজিমউদ্দিন বাংলানিউজকে জানান, ইজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।