ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কর্মশালা বুধবার

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কর্মশালা বুধবার ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করবেন

সুষ্ঠু হজসেবার জন্য হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন বিষয়ক বিষেষ প্রশিক্ষণ কর্মশালা বুধবার (৭ নভেম্বর) রাজধানীর আশকোনা হজক্যাম্পে শুরু হবে।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সকাল ১১টায় এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।  

প্রশিক্ষণ কর্মশালায় বেসরকারি হজ এজেন্সি, ব্যাংক কর্মকর্তা ও হজসেবা সংশ্লিষ্টদের হজের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে।

সোমবার ধর্ম মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট হজ এজেন্সি, ব্যাংক কর্মকর্তা (ইউজার) ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ইউজারদের জন্য আয়োজিত এই প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়।  

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাবেন। সম্প্রতি ধর্মমন্ত্রীর নেতৃত্বে সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সম্পাদিত হয়।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।