ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

স্বাধীনতা দিবসে ‘ধুলামুক্ত ঢাকা চাই’ কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
স্বাধীনতা দিবসে ‘ধুলামুক্ত ঢাকা চাই’ কর্মসূচি স্বাধীনতা দিবসে ধুলামুক্ত ঢাকা চাই কর্মসূচি পালন করবে অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার ( ২৬ মার্চ) ধুলামুক্ত ঢাকা চাই কর্মসূচি পালন করবে অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।  

স্বাধীনতা দিবসে জাতীয় প্রেসক্লাবের সমানে সকাল ১১টায় এ কর্মসূচি পালন করা হবে।

স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ অংশ নেবেন। সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৩০ মিনিট এ কর্মসূচি চলবে।  

কর্মসূচির আওতায় রাস্তা ঝাড়ু দেওয়া, ফ্রি মাস্ক বিতরণ ও প্রচারপত্র বিলিসহ পথচারীদের নিজ নিজ এলাকা ধুলামুক্ত রাখার বিষয়ে সচেতন করা হবে। পরিচ্ছন্ন নগর গড়ার এ কর্মসূচির ফেসবুক প্রচারণায় ইতোমধ্যেই ব্যাপক সাড়া পাওয়া গেছে।  

কর্মসূচিতে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়েছেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।