ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

মিসরের কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি হাফেজ

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
মিসরের কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি হাফেজ মিসরের কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি হাফেজ

মিসরে অনুষ্ঠিত ২৫তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৫০টি দেশের ৬৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছেন বাংলাদেশের প্রতিনিধি হাফেজ মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম।

তিনি অনারব দেশের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত তাজবিদ সহকারে পুরো কোরআন হিফজ গ্রুপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তাকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ নির্বাচিত করেছে।

 

হাফেজ মুজাহিদুল ইসলাম যাত্রাবাড়ির তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার কিতাব বিভাগের ছাত্র। এ মাদরাসার পরিচালক হলেন হাফেজ কারি নাজমুল হাসান।  

এর আগে তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার একাধিক ছাত্র বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, হাফেজ জাকারিয়া (সৌদি আরব, ২০১৪ সাল), হাফেজ নাহিয়ান কায়সার (দুবাই, ২০১৫ সাল) ও হাফেজ আবদুল্লাহ আল মামুন (মিসর, ২০১৭ সাল)।  

মনের দৃঢ় ইচ্ছা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি এই সাফল্য অর্জন করে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করেছেন।  

মিসরের ধর্ম মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ২৪ মার্চ শুরু হওয়া এ প্রতিযোগিতাটি শেষ হয় ২৯ মার্চ।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।