ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

৩৬০ বছরের পুরনো মসজিদ, বন্ধ ছিলো ৯৪ বছর

আল রাহমান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, মে ১৮, ২০১৮
৩৬০ বছরের পুরনো মসজিদ, বন্ধ ছিলো ৯৪ বছর জুমাতুল বিদায় সবচেয়ে বেশি মুসল্লির সমাগম হয় আন্দরকিল্লা শাহি জামে মসজিদে। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: ‘কাবায়ে সানি’, ‘জামে সঙ্গীন’ নামে পরিচিত ছিল আন্দরকিল্লা শাহি জামে মসজিদ। মসজিদের শিলালিপিতে ফার্সিতে লেখা রয়েছে ‘১০৭৮ হিজরিতে’ এটি নির্মিত হয়েছে। এখন হিজরি ১৪৩৯। এ হিসেবে মসজিদটি ৩৬০ বছরের পুরোনো। ইসলামের প্রবেশদ্বার, বার আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামের আদি মসজিদও এটি।

এ মসজিদে জুমাতুল বিদায় সবচেয়ে বেশি মুসল্লির সমাগম হয়। মূল মসজিদ, সম্প্রসারিত মসজিদ, ত্রিপলের ছাউনি, খোলা মাঠ ছাড়িয়ে দূরদূরান্ত থেকে মুসল্লিরা আন্দরিকল্লার রাস্তায় জায়নামাজ, কাগজ বিছিয়ে নামাজ পড়তে দেখা যায়।

শবে কদর ও শবে বরাতের রাতে এবং শুক্রবারের জুমা ও দুই ঈদের নামাজেও উপচে পড়া ভিড় থাকে। রমজানে এখানে ধনী-গরিব এক কাতারে বসে প্রতিদিন গড়ে তিন হাজার মানুষ ইফতার করেন মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায়।

৩৬০ বছরের পুরোনো তিনটি গম্বুজই মূল মসজিদের ছাদ হিসেবে ব্যবহৃত হচ্ছে।  ছবি: সোহেল সরওয়ার সরেজমিন দেখা গেছে, ঐতিহ্যবাহী মসজিদটি গঠনগত দিক থেকে এখন বেশ ঝুঁকিপূর্ণ। দোতলার ছাদের পলেস্তারা খসে পড়ছে, লোহালক্কড়গুলো বেরিয়ে আসছে। তাই কয়েক বছর ধরে দোতলায় মুসল্লিদের ওঠা বন্ধ করে দেওয়া হয়েছে। তিন গম্বুজের মূল মসজিদটি আকারে খুবই ছোট। আড়াই গজ পুরুত্বের বিশাল পাথরের দেয়ালে তৈরি। ১৬ মিটার লম্বা, ৬ দশমিক ৯ মিটার প্রস্থ। ছোট্ট মসজিদটিতে আলো-বাতাস চলাচলের জন্য পশ্চিম পাশে চারটি জানালা, পূর্ব পাশে তিনটি দরজা, উত্তর ও দক্ষিণ পাশে একটি করে দরজা রয়েছে। তিনটি মেহরাব রয়েছে।

আশির দশকে মসজিদের চার কোণায় চারটি সুউচ্চ মিনার নির্মাণ করা হয়েছে। দক্ষিণ-পূর্ব কোণার মিনারটি স্থানে স্থানে ফেটে চৌচির হয়ে গেছে। মূল মসজিদের ছাদ হিসেবে ব্যবহৃত হচ্ছে তিনটি গম্বুজ।  একটি বড় গম্বুজ। দুই পাশে দুইটি ছোট গম্বুজ। অনেক বছর ধরে অযত্ন-অবহেলায় পড়ে আছে। চুনকাম বা রক্ষণাবেক্ষণের ছাপ নেই। পূর্ব পাশের ছাদের কিনারে ১৮টি ছোট গম্বুজ বসানো হয়েছে স্থাপত্যশৈলীর সৌন্দর্য বাড়ানোর জন্য।

পূর্ব পাশের ছাদের কিনারে ১৮টি ছোট গম্বুজ মসজিদের সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ।  ছবি: সোহেল সরওয়ার

২ দশমিক ৪৩ একর জায়গার ওপর আন্দরকিল্লা শাহি জামে মসজিদ কমপ্লেক্স। এ মসজিদের সম্পত্তির ওপর লাইব্রেরি, কাগজ, আতর-টুপি, ট্রাভেল এজেন্ট, দর্জির দোকান, ছাপাখানা মিলে ২৩৫টি ভাড়াটিয়া হিসেবে রয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, পর্তুগিজ ও আরাকানি মগদের লুণ্ঠন ও অত্যাচারের বিরুদ্ধে মোগল সম্রাট আবুল মুজাফফর মুহিউদ্দিন মুহাম্মদ আওরঙ্গজেব আলমগীরের বিজয় ফলক হিসেবে আন্দরকিল্লা শাহি জামে মসজিদ প্রতিষ্ঠা হয় ১৬৬৭ খ্রিষ্টাব্দে। মসজিদের গায়ে লেখা ফার্সিতে লেখা হয় ‘ধার্মিক শাসক বিশ্বাসের আলো জ্বালিয়েছেন, খলিলের মতোই এ পবিত্র মসজিদ নির্মাণ করেছেন, যেন মানুষ আলোকিত পথে পরিচালিত হয়। ’ ১৭২৭ খ্রিষ্টাব্দে ইয়াসিন খাঁন নামে চট্টগ্রামের আরেক ফৌজদার এ মসজিদের অনুদান বন্ধ করে দেন। এর অদূরে প্রতিষ্ঠা করেন আরেকটি মসজিদ। এরপর ক্রমে শাহি মসজিদ প্রাধান্য হারাতে থাকে।

মসজিদের দোতলার ছাদে খসে পড়ছে পলেস্তারা।  ডানে এ মসজিদ সংক্রান্ত সরকারি গেজেটের প্রচ্ছদ।

১৭৬০ খ্রিষ্টাব্দে মীর কাসিম আলী চট্টগ্রাম, মেদেনীপুর ও বর্ধমান জেলা হস্তান্তরের অঙ্গীকার করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে নবাবী লাভ করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৬১ সালের ৩ জানুয়ারি নওয়াব রেজা খানের কাছ থেকে চট্টগ্রামের দায়িত্বভার বুঝে নেয়। তখন এ মসজিদও কোম্পানির নিয়ন্ত্রণে চলে যায়। তারা মসজিদের কয়েকটি স্তম্ভ, গম্বুজ ধ্বংস করে, মূল্যবান কারুকার্যের ক্ষতি সাধণ করে, মূল নকশার আংশিক পরিবর্তন করে মসজিদটি গোলাবারুদের গুদাম হিসেবে ব্যবহার করেন। হিজরি ১২৭১ সাল পর্যন্ত এ মসজিদে নামাজ ও সব এবাদত বন্ধ ছিল। ১৮৫৪ সালে মুসল্লিরা ৯৪ বছর পর পুনরায় আজান দিয়ে মসজিদে নামাজ আদায় শুরু করেন। ১৮৫৭ সালে মসজিদের সম্পত্তি খান বাহাদুর হামিদুল্লাহ খান ওয়াকফ এস্টেটভুক্ত হয়। হিজরি ১২৭২ সালে ‘ইমারতে সানি’ বা ‘পুনঃনির্মাণ’ খোদাই করে মসজিদের গায়ে লাগানো হয়। ১৯৬২ সালে হাইকোর্টের রায়ে শাহি জামে মসজিদ ওয়াকফ এস্টেট পৃথক আলাদা করা হয়। ১৯৮৬ সালে রাষ্ট্রপতির অধ্যাদেশে এ মসজিদের ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব ইসলামিক ফাউন্ডেশনকে দেওয়া হয়।

ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত এ মসজিদে একজন খতিব, তিনজন পেশ ইমাম, দুইজন মুয়াজ্জিন, সাতজন খাদেম রয়েছেন। পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আনোয়ারুল হক আযহারী বাংলানিউজকে বলেন, বিশাল বিশাল পাথরের দেয়াল হওয়ায় মূল মসজিদে প্রচণ্ড গরম অনুভূত হয়। ১২টি বৈদ্যুতিক পাখা থাকার পরও মুসল্লিদের স্বস্তি নেই। টেরিবাজারের একজন ব্যবসায়ী দুইটি এসি দিয়েছেন। কিন্তু গম্বুজগুলো অনেক বড় হওয়ায় সেগুলো কাভার করছে না। সবচেয়ে বড় অসুবিধা হলো গম্বুজগুলো সাড়ে তিনশ’ বছরের পুরোনো হওয়ায় বৃষ্টির পানি পড়ে মসজিদে। আশির দশকে নির্মিত দোতলার পলেস্তারা খসে পড়তে থাকায় দুর্ঘটনার আশঙ্কায় মুসল্লিদের ওঠা বন্ধ করে দেওয়া হয়েছে। আশার কথা হচ্ছে, মূল মসজিদটি পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করে বাকি অংশ ভেঙে পাঁচ তলা মসজিদ ও একটি বহুতলা ভবন নির্মিত হবে। সেখানে থাকবে সেমিনার হল, পাঠাগার, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, খতিব-ইমাম-স্টাফদের কোয়াটার ইত্যাদি। খুব সম্ভব বিদেশ থেকে ৭০ কোটি টাকার অনুদানও এসেছে।

মসজিদের নিয়মিত মুসল্লি জামাল উদ্দিন বাংলানিউজকে বলেন, নগরের প্রাণকেন্দ্রে আন্দরকিল্লা শাহি জামে মসজিদ। অজুখানায় নিজস্ব গভীর নলকূপ থেকে পানি সরবরাহ করা হয়। বেশি পানির প্রয়োজন হলে ওয়াসা থেকে সরবরাহ দেওয়া হয়। সমস্যা হচ্ছে ক্রমে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। সংস্কার করে আর বেশি দিন চালানো যাবে না। তাই শিগগির নতুন মসজিদ ভবন নির্মাণে হাত দিতে হবে।

১৫০ কোটি টাকায় সংস্কার হবে আন্দরকিল্লা শাহি মসজিদ       

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মে ১৮, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।