ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

শবে কদরে মসজিদে মুসল্লিদের ঢল 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জুন ১২, ২০১৮
শবে কদরে মসজিদে মুসল্লিদের ঢল  বায়তুল মোকাররমে মুসল্লিরা-ছবি-শাকিল আহমেদ

ঢাকা: শবে কদর বা লাইলাতুল বরাত উপলক্ষে রাজধানীর মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল নেমেছে। নামাজ, কুরআন তিলাওয়াত, ওয়াজ ও দোয়া মাহফিলসহ ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাতটি উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

মঙ্গলবার (১২ জুন) রাতে রাজধানীর প্রায় সব মসজিদেই মুসল্লিদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।  

**লাইলাতুল কদরে খুলনার মসজিদে মুসুল্লিদের ঢল
**ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাজশাহীতে পালিত হচ্ছে শবে কদর

রাজধানী বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মুসল্লিরা তারাবি নামাজ শেষে নফল নামাজ আদায় করছেন।

কেউ কেউ দরুদ পাঠ করছেন। অনেকেই কোরআন পাঠ ও জিকির আজগর করছেন।  

শবে কদর উপলক্ষে মসজিদে মসজিদে মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়। মসজিদের ইমামরা শবে কদরের রাত উপলক্ষে বিশেষ বয়ান দেন। তারা শবে কদরের রাতের ফজিলত বর্ণনা করেন। নামাজ শেখে বিশেষ মোনাজাতে দেশের শান্তি ও কল্যাণ কামনা করেন তারা।  

রাজধানীর বায়তুল মোকাররম, হাইকোর্ট জামে মসজিদ, পল্টন জামে মসজিদ, মগবাজার জামে মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

আবার মসজিদে নামাজ আদায়ের পর অনেকেই স্বজনদের কবর জিয়ারতের উদ্দেশে হাজির হন আজিমপুর কবরস্থানে। সেখানে তারা কবরস্থানে গিয়ে স্বজনদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেছেন।

বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, ১৩ জুন, ২০১৮
টিআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।