ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

চাঁদ দেখা গেছে, সৌদিতে শুক্রবার ঈদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
চাঁদ দেখা গেছে, সৌদিতে শুক্রবার ঈদ ...

ঢাকা: সৌদি আরব ও তাদের পড়শী সংযুক্ত আরব আমিরাতে হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেজন্য আগামী শুক্রবার (১৫ জুন) দেশ দু’টিসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে।

বৃহস্পতিবার (১৪ জুন) সন্ধ্যায় আকাশে চাঁদ দেখা গেলে শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দেয় সৌদির সুপ্রিম কোর্ট। এর আগে এই দিনেই ঈদ উদযাপনের ঘোষণা দেয় আরব আমিরাত।

তারও আগে এশিয়ার ভারত মহাসাগরীয় দেশ ইন্দোনেশিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। তারাও সেজন্য শুক্রবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয়।

অবশ্য ইন্দোনেশিয়ার পার্শ্ববর্তী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চাঁদ দেখা না যাওয়ায় সেখানে ঈদুল ফিতর উদযাপন হবে শনিবার (১৬ জুন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
টিএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।