ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ফ্লাইট অনিশ্চিত ১২ হজযাত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
ফ্লাইট অনিশ্চিত ১২ হজযাত্রীর ভিসা ও টিকিটের অপেক্ষায় হজযাত্রীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: শুক্রবার (২৭ জুলাই) বিকেল ৩টা ৫৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৭-এর একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা কবুর হোসেন, সুরহাব আলী, খাদেজা বেগমসহ ১২ জনের। কিন্ত দুপুর দেড়টা পর্যন্ত তারা ভিসা ও ফ্লাইটের টিকিট হাতে পাননি।

তাদের গাইড বিভিন্ন সময় নানা কথা বলে হজযাত্রীদের সান্ত্বনা দিচ্ছেন। তবে হজে যাওয়া অনিশ্চিত ভেবে উদ্বিগ্ন হতে দেখা গেছে এ হজযাত্রীদের।

সামিরুল হক নামে এক হজযাত্রী বাংলানিউজকে বলেন, এখনও জানি না আজ আমাদের ফ্লাইট হবে কি-না। পৌনে ২টা বাজে, এখনও ভিসা ও টিকিট হাতে পাইনি। গাইড আমাদের নানা কথা বলছেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন গাইড শাহাদাত হোসেন।  ছবি: বাংলানিউজখাদেজা বেগম নামে আরেক হজযাত্রী বলেন, আমরা টিকিট ও ভিসা ছাড়া হজক্যাম্প ছাড়বো না। আমাদের আজ সৌদি আরবে যাওয়া কথা থাকলেও এজেন্সির কোনো প্রতিনিধি আসেনি।

কোনো এজেন্সি জানতে চাইলে তিনি বলেন, বিসমিল্লাহ ট্রাভেলস। যদিও তাদের সঙ্গে থাকা গাইড শাহাদাত হোসেন বলেন দিগন্ত ট্রাভেলস।

শাহাদাত বাংলানিউজকে বলেন, আমরা দিগন্ত ট্রাভেলস থেকে ১২ জনের টিকিট কনফার্ম করেছি। আমাদের এজেন্সির প্রতিনিধিরা ভিসা ও টিকিট নিয়ে বিমানবন্দরে আছেন।

এই শেষ সময়ে কেনো ভিসা হবে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান তিনি।

এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালন করতে সৌদি যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৬ হাজার ৭৯৮ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ২০ হাজার। এবার বেসরকারি ব্যবস্থাপনায় ৫২৮টি এজেন্সি হজের কার্যক্রম পরিচালনা করছে।

যাত্রীবহনের জন্য আগেই ঠিক করে রাখা হয় বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্স। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৮৭টি ফ্লাইট ৬৪ হাজার ৯৬৭ জন এবং সৌদি এয়ারলাইন্সের ১৮৮টি ফ্লাইট ৬১ হাজার ৮৩১ জন যাত্রী পরিবহন করবে। হজের শেষ ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে যাবে ১৫ আগস্ট। আর হজ পালন শেষে ২৭ আগস্ট প্রথম ফিরতি ফ্লাইট জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ জুলাই ২৭, ২০১৮
ইএআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।