ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

খাগড়াছড়িতে ঈদের জামাত অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
খাগড়াছড়িতে ঈদের জামাত অনুষ্ঠিত ঈদের নামাজ আদায় করতে মসজিদে মসুল্লিরা। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ আগস্ট) সকাল ৮টায় কেন্দ্রীয় শাহী জামে মসজিদে ঈদের জামাত শুরু হয়। এতে ঈমামতি করেন খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ঈমাম মো. সালাহ উদ্দিন।

ঈদের জামাতে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পৌর মেয়র রফিকুল আলমসহ সর্বস্তরের মুসল্লিরা নামাজে অংশ নেন।
 
মোনাজাতে বিশ্ব উম্মার শান্তি ও পাহাড়ী বাঙালি যেনো মিলেমিশে বসবাস করতে পারে সে প্রার্থনা করেন। কোরবানির পশুর সঙ্গে মনের পশুত্বের কোরবানি দেওয়ার অনুরোধ জানিয়ে ঈদুল আজহা থেকে ত্যাগের মহিমার শিক্ষা গ্রহণের আহ্বান জানানো হয়।

এদিকে খাগড়াছড়ির অন্যান্য উপজেলাগুলোতে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।