ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ইউক্রেনে মুসলমানদের ‘ইস্টফেস্ট’ উদযাপন

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
ইউক্রেনে মুসলমানদের ‘ইস্টফেস্ট’ উদযাপন ইউক্রেনে ‘ইস্টফেস্ট’ উদযাপন

ইউক্রেনের রাজধানী কিয়েভের ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হলো তৃতীয় ‘ইস্টফেস্ট’ সাংস্কৃতিক উৎসব। সামাজিক সংগঠন রায়েদের পৃষ্ঠপোষকতা ও ব্যবস্থাপনায় গত ২৫ আগস্ট অনুষ্ঠিত হয় ইস্টফেস্ট।

গত কয়েক বছরে ইস্টফেস্ট একটি বার্ষিক উৎসবে পরিণত হয়েছে। প্রতি বছর পার্শ্ববর্তী দশটি দেশের রীতিনীতি এবং ঐতিহ্য ও সভ্যতা-সংস্কৃতি তুলে ধরা হয় এতে।

ইউক্রেনের শীর্ষস্থানীয় সংবাদ চ্যানেল ইউএটিভি জানায়, উৎসবে বিনোদনমূলক বিভিন্ন ইভেন্ট রাখা হয়। পাশাপাশি বালিকাদের হাতে শৈল্পিকভাবে মেহেদি রাঙানো, জাতিগত পোশাক-পরিচ্ছদ, জনপ্রিয় ফ্যাশন পর্যালোচনা ও তাতার বংশোদ্ভূত ক্রিমিয়ান শিশুদের ধর্মীয় গান প্যাসেজ ইত্যাদিও প্রদর্শিত হয়।

উৎসবের উদ্যোক্তারা জানান, ধর্ম-ভাষা, ঐতিহ্য-সংস্কৃতি এবং রীতিনীতিতে ভিন্নতা থাকলেও পারস্পরিক সংস্কৃতি ও ভাষা পর্যালোচনার মাধ্যমে সবাই একতাবদ্ধ হয়েছে। সবাই মিলেমিশে নিজ দেশের কল্যাণ ও উন্নতিতে অংশগ্রহণ করতে সহমত পোষণ করেছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।