ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

সৌদি থেকে দেশে ফিরেছেন ৩০ হাজার হাজি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
সৌদি থেকে দেশে ফিরেছেন ৩০ হাজার হাজি দেশে ফেরত হাজি/ফাইল ফটো

ঢাকা: হজ পালন শেষে দেশে ফেরা শুরু করেছেন হাজিরা। বুধবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত মোট ৮২টি ফ্লাইটযোগে দেশে পৌঁছেছেন ৩০ হাজার ৬২০ জন হাজি।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৪টি ফ্লাইট ও সৌদি এয়ারলাইনসের ৩৮টি ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বাংলাদেশ হজ অফিস (জেদ্দা) সূত্রে এ তথ্য জানা যায়।

এদিকে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) মো. নুরুল আমিন (৬২) নামে এক বাংলাদেশি হাজি মারা গেছেন। তার বাড়ি কুমিল্লা জেলায়। পাসপোর্ট নম্বর বিএম০৬৬৭৬০৭। এ নিয়ে চলতি বছর হজ করতে গিয়ে মোট ১০৮ জন (পুরুষ ৮৯ জন, নারী ১৯ জন) হাজির মৃত্যু হলো।  

এর মধ্যে মক্কায় ৭১ জন, মদিনায় ৭ জন, জেদ্দায় ২ জন, মিনায় ১৮ জন এবং আরাফায় ১০ জন মারা যান।

চলতি বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি এয়ারলাইনসের ৩৭১টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ মোট ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন হজের উদ্দেশে সৌদি আরবে গেছেন। এর মধ্যে ইস্যু করা হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ১৮৩ জন। হজের আনুষ্ঠানিকতা শেষে ২৭ আগস্ট হাজিদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয়। চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

যাত্রীস্বল্পতার কারণে এবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২০টি হজফ্লাইট বাতিল করা হয়। এতে বিমানের ৮ হাজার জন যাত্রীর ক্যাপাসিটি লস হয়। এবার মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়ার কথা ছিল। কিন্তু হজ এজেন্সিদের ১৫ শতাংশ পর্যন্ত রিপ্লেসমেন্ট সুবিধা দেওয়ার পরও ৬০৬ জন নানা কারণে ভিসার জন্য আবেদন করেনি।  

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
ইএআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।