ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

বাংলায় হিজরি সনের প্রচলন কবে থেকে

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
বাংলায় হিজরি সনের প্রচলন কবে থেকে ...

৬৩৮ খ্রিস্টাব্দে হিজরি সনের প্রবর্তন করেন খলিফা হজরত ওমর (রা.)। এর এক বছর পরই আরব বণিকদের আগমনের ফলে ভারতবর্ষে ইসলামের প্রচার ও প্রসার শুরু হয়। সময়ের সঙ্গে হিজরি সনও ক্রমান্বয়ে এখানে প্রচার পেতে থাকে।

৫৯৮ হিজরি মোতাবেক ১২০৯ খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজির বঙ্গবিজয়ের মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের ইতিহাস সূচিত হয়। এ সময় থেকে এখানে হিজরি সন রাষ্ট্রীয় মর্যাদা লাভ করে এবং জাতীয় সনে পরিণত হয়।

এ ধারা ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩ জুন পলাশীর যুদ্ধ পর্যন্ত অব্যাহত ছিল। ইতিহাসবিদদের মতে, উপমহাদেশে প্রায় ৫৫০ বছর রাষ্ট্রীয়ভাবে হিজরি সন স্বীকৃত ছিল। ইংরেজ শাসনকালে বাংলা অঞ্চলে ইংরেজি সনের প্রচলন হয়।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এমএমইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।