ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

পণ্যের সঙ্গে লটারি গ্রহণের হুকুম

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
পণ্যের সঙ্গে লটারি গ্রহণের হুকুম বাংলানিউজ ফাইল ছবি

প্রশ্ন: আমি একটি ফ্রিজ কিনেছি। সেই ফ্রিজের সঙ্গে দশটি পুরস্কারের যেকোনো একটি নিশ্চিত পাওয়া যাবে। তবে সেটি নির্ধারণ করা হবে লটারির মাধ্যমে। এখন আমার প্রশ্ন হলো, এই লটারির হুকুম কী? লটারির মাধ্যমে প্রাপ্ত পুরস্কার জায়েজ হবে?

উত্তর: পণ্য কেনা ও পণ্যের মূল্য নির্ধারণ করা ক্রয়-বিক্রয়ের অন্যতম শর্ত। আর শরিয়তের দৃষ্টিতে প্রত্যেক বস্তুর জন্য মূল্য নির্ধারণ করা জরুরি।

তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে লটারির হালাল হওয়ার জন্য নিম্নোক্ত শর্তগুলো পাওয়া যাওয়া আবশ্যক-

এক. পণ্য যথাযোগ্য ‍মূল্যে ক্রয় করতে হবে। যদি পুরস্কারের কারণে বিক্রেতা পণ্যের মূল্য বৃদ্ধি করে, তাহলে বৈধ হবে না।

দুই. লটারি ভেজাল পণ্য প্রচারের মাধ্যম হতে পারবে না। কেননা ভেজাল পণ্যের মাধ্যমে মানুষকে ধোঁকা দেওয়া হয়, যা সম্পূর্ণ হারাম।

তিন.  ক্রেতা শুধু লটারি জেতার আশায় পণ্য ক্রয় করতে পারবেন না।

উক্ত তিন শর্ত পাওয়া গেলে পণ্য ক্রয় করা এবং এর মাধ্যমে প্রাপ্ত পুরস্কার বৈধ হবে। পক্ষান্তরে উক্ত শর্তগুলো পূর্ণ না হলে পণ্য ক্রয়-বিক্রয়, উক্ত লটারি ও এর মাধ্যমে প্রাপ্ত পুরস্কার জায়েজ হবে না। (হেদায়া: ৪/৫৭২; আল-বাহরুর রায়েক: ৮/৩৭১)

প্রশ্নটি পাঠিয়েছেন মুহাম্মাদ মাহবুবুর রহমান, পোরশা, নওগাঁ

ইসলাম বিভাগে প্রশ্ন করতে পারেন আপনিও। প্রশ্ন পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।