ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ক্বারি ইউসুফ (রহ.) এর জীবনশীর্ষক অনুষ্ঠান বৃহস্পতিবার

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
ক্বারি ইউসুফ (রহ.) এর জীবনশীর্ষক অনুষ্ঠান বৃহস্পতিবার ক্বারি মুহাম্মদ ইউসুফ (রহ:)

চট্টগ্রাম: ক্বারি মুহাম্মদ ইউসুফ (রহ.) এর ইন্তেকালের প্রথম বছর পূর্ণ হবে বৃহস্পতিবার (১৮ এপ্রিল)। সে উপলক্ষ্যে তার গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া থানার দৌলতপুর গ্রামে তার রুহের মাগফিরাত কামনা ও জীবনশীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ক্বারি মুহাম্মদ ইউসুফ (রহ:) ছিলেন বাংলাদেশে ইলমে ক্বিরাতের অন্যতম কিংবদন্তী এবং বাংলাদেশে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত ও ইলমে ক্বিরাতের পথপ্রদর্শক।  তিনি স্বপ্ন দেখতেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও যেন  বিশুদ্ধ কোরআন শিক্ষার প্রসার ঘটে।

সেজন্য  দীর্ঘ ৫৪ বছর তিনি এ প্রচেষ্টা চালিয়ে গেছেন।

১৯৩৮ সালে চট্টগ্রামের পটিয়া থানার দৌলতপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। দীর্ঘকাল তিনি বাংলাদেশ বেতারের প্রধান ক্বারি ছিলেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী ও প্রখ্যাত ক্বারি আহমাদ বিন ইউসুফের পিতা। গত বছরের ১৮ এপ্রিল তিনি ইন্তেকাল করেন।

ইসলাম বিভাগে আপনিও লিখতে পারেন। লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।