ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ইবাদত-বন্দেগিতে ব্যস্ত মুসল্লিরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
ইবাদত-বন্দেগিতে ব্যস্ত মুসল্লিরা

ময়মনসিংহ: পবিত্র শবে বরাতে মহান আল্লাহর আনুকূল্য পেতে ইবাদত বন্দেগি, জিকির আজকারের মধ্যে দিয়ে রাত কাটাচ্ছেন ময়মনসিংহের ধর্মপ্রাণ মুসল্লিরা। 

মহিমান্বিত এ রাতকে ঘিরে রোববার (২১ এপ্রিল) সন্ধ্যার পর থেকেই নগরীর প্রতিটি মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল নামে। মসজিদ ছাড়াও বাসা বাড়িতে অনেকেই রাত জেগে নফল নামাজ আদায় করছেন।

 

ফজরের নামাজের শেষে দেশ ও মুসলিম উম্মাহ’র শান্তি কামনা করে প্রতিটি মসজিদেই দোয়া মোনাজাত হবে।

শবে বরাত উপলক্ষে নগরীর বিভিন্ন বাসা-বাড়িতে রুটি, হালুয়া, সুজি বা গরুর মাংস রান্না হচ্ছে। এসব খাবার দাবার স্বজন বা প্রতিবেশীদের বাড়িতেও পাঠানো হয়। নগরীর গোরস্থানগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। সেখানে স্বজনের কবর জিয়ারত করতে মধ্যরাতেও ছুটছেন অনেকেই।

এশারের নামাজের আগে থেকেই ওঠে নগরীর প্রতিটি মসজিদ। দলবেঁধে সবাই নামাজ আদায় করতে মসজিদ মুখী হন। এদিকে, শবে বরাতকে ঘিরে নগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও টহল দিচ্ছেন।  

বাংলাদেশ সময়: ০২১৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯ 
এমএএএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।