ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

পবিত্র রজনীতে ইবাদতে মশগুল মুসল্লিরা  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, জুন ২, ২০১৯
পবিত্র রজনীতে ইবাদতে মশগুল মুসল্লিরা   ইবাদতে মশগুল মুসল্লিরা  

ঢাকা: যথাযথ ধর্মীয় মর্যাদা এবং ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর। ইবাদত-বন্দেগীর মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানগণ পবিত্র এই রজনী অতিবাহিত করছেন। মসজিদে মসজিদে নফল নামাজ, জিকির, কোরআন তেলায়তসহ অন্যান্য ইবাদতে মশগুল মুসল্লিরা।

শবে কদর বা লায়লাতুল কদরকে বলা হয় হাজার মাসের চেয়ে উত্তম। অর্থাৎ এই রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়।

রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতে শবে কদর হলেও ২৭ রমজানের রজনীকেই পবিত্র রজনী হিসেবে ধরা হয়।

এ উপলক্ষে শনিবার দিবাগত রাতে  ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে নানা আয়োজন করা হয়েছে।
 
ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন জানান, যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে শনিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর উদযাপিত হবে।
 
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ উপলক্ষে বাদ যোহর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে ওয়াজ পেশ করেন মিরপুর বায়তুল মামুর জামে মসজিদের খতিব ড. মুফতি আবদুল মুকিত আযহারী।
 
রাতেও জাতীয় মসজিদে নফল ইবাদত করার জন্য ভিড় জমান মগানগরীর বিভিন্ন প্রান্তের মুসল্লিগণ। বাদ ইশা ও তারাবী নামাজ শেষে নফল ইবাদতে শামিল হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আল্লাহর সন্তুষ্টির আশায় রাজধানীর অন্যান্য  মসজিদেও মুসল্লিরা ইবাদতের জন্য এসেছেন।  
 
পবিত্র রজনীতে মুসল্লিগণের সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নফল ইবাদতের জন্য বায়তুল মোকাররম ও এর আশেপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
 
অন্যদিকে, বায়তুল মোকাররম ও আশেপাশের এলাকায় মুসল্লীদের জন্য টুপি, আতর-সুরমা, জায়নামাজ বিক্রিও বেশ জমে উঠে দিন থেকেই।
 


বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, জুন ০২, ২০১৯
এমআইএইচ/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।