ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

এথেন্সে ‘প্রথম মসজিদ’ উদ্বোধন হচ্ছে সেপ্টেম্বরে

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, জুন ১১, ২০১৯
এথেন্সে ‘প্রথম মসজিদ’ উদ্বোধন হচ্ছে সেপ্টেম্বরে উদ্বোধন হলে এটি হবে এথেন্সের প্রথম ও একমাত্র নামাজের জন্য নির্ধারিত মসজিদ।

গ্রিসের ইসলামের ইতিহাস ১৮০ বছরেরও বেশি সময়ের। কিন্তু এতো দীর্ঘকাল গ্রিসের মুসলিমদের অফিসিয়াল কোনো মসজিদ ছিল না। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, গ্রিসের রাজধানীর এথেন্সে স্থাপিত প্রথম মসজিদটি আনুষ্ঠানিকভাবে সেপ্টেম্বরে খুলে দেওয়া হবে। উদ্বোধন হলে এটি হবে এথেন্সের প্রথম ও একমাত্র নামাজের জন্য নির্ধারিত মসজিদ।

মুসলিমরা বহুদিন ধরে মসজিদের জন্য আবেদন করে আসছিলেন স্থানীয় কর্তৃপক্ষের কাছে। শেষমেষ মসজিদ তৈরির সব ব্যবস্থা করা হয়।

আর এখন নির্মাণকাজ শেষে মসজিদটি উদ্বোধনের অপেক্ষায়। রাষ্ট্র-পৃষ্ঠপোষকতা প্রাপ্ত প্রথম মসজিদটি নির্মাণের প্রায় তিন বছর পরে সংসদ অনুমোদিত হয়েছিল। মসজিদটি নির্মাণপ্রকল্পে সাড়ে আট লাখ ইউরো খরচ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এটি গত কয়েক শতাব্দীর মধ্যে এথেন্সের প্রথম আনুষ্ঠানিক মসজিদ। ভোটনিকোস জেলায় এটির অবস্থান। মসজিদটিতে কোনো গম্বুজ নেই। তবে একটি মিনার রয়েছে। ২০১৭ সালে মিনারটির নির্মাণকাজ সম্পন্ন হয়।

এথেন্সের প্রথম মসজিদে নামাজ পড়ছেন এক মুসল্লি।  ছবি: বাংলানিউজ

নতুন মসজিদের নির্মাণে গ্রিসের বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভিন্ন সেবাসংস্থা জড়িত; এতে শিক্ষা মন্ত্রণালয়, অবকাঠামো মন্ত্রণালয় ও এথেন্স পৌরসভা ছাড়াও দেশটির নৌবাহিনী জড়িত রয়েছে। রাজধানী এথেন্সের মুসলমানরাও মসজিদটি নির্মাণে আর্থিকভাবে সহযোগিতায় অংশ নিয়েছে।

রয়টার্সের তথ্য মতে এথেন্সে মুসলিমদের সংখ্যা প্রায় এক লাখ। তাদের মধ্যে বৃহত্তর এথেন্স অঞ্চলের হাজার হাজার মুসলিম অভিবাসী অনানুষ্ঠানিক ইবাদত-বন্দেগির জন্য বেসমেন্ট এবং অপ্রয়োজনীয় দোকানগুলোর কক্ষ ব্যবহার করে আসছেন দীর্ঘদিন ধরে। পাশাপাশি মসজিদ নির্মাণের জন্য তারা চেষ্টা-কসরত করে আসছিলেন। তবে শেষ পর্যন্ত তাদের চাওয়া পূর্ণ হতে চলেছে।

গ্রিসের শিক্ষা মন্ত্রী কোস্তাস গভ্রোগলু সাংবাদিকদের বলেন, ইমামের মাধ্যমে এ মসজিদের প্রথম নামাজ আদায় করা হবে। আমরা আশা করি সেপ্টেম্বর নাগাদ তা সম্ভব হতে পারে।

উদ্বোধন হলে এটি হবে এথেন্সের প্রথম ও একমাত্র নামাজের জন্য নির্ধারিত মসজিদ।

তিনি আরো বলেন, মসজিদটি কারো ব্যক্তিগত মালিকানাধীন স্থান নয়। বরং এটি সর্বজনীন। কারণ এটি আমাদের এবং আপনাদের। আর আমরা এবং আপনারা সবাই একে অপরের। এটার মালিক কোনো ব্যক্তি, কোনো সম্প্রদায় কিংবা কোনো সমাজ ও ভিনদেশী কেউ নয়।

মসজিদের ইমাম জাকি মোহাম্মাদ বলেন, মহান আল্লাহর কৃতজ্ঞতা জানিয়ে বলতে চাই যে, অবশেষে আমরা একটি মসজিদ পেয়েছি। যেখানে আমরা ইবাদত-বন্দেগি করতে পারবো। আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা করতে পারবো।  

আশির হায়দার নামের একজন সংবাদমাধ্যমকে বলেন, রাষ্ট্রীয়ভাবে গ্রিসের পক্ষ থেকে এথেন্সের মুসলমানদের জন্য এটি একটি মহৎ উপহার এবং এটি একটি এমন প্রতীকী কাজ, যা ইসলামের প্রতি গ্রিস রাষ্ট্রের শ্রদ্ধা প্রদর্শন করে।

কয়েক দশক আগে এথেন্সে মসজিদ  নির্মাণ নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। তার ফল স্বরূপ এটি নির্মাণ হয় এবং উদ্বোধনের পথে। তবে এথেন্স এখন পর্যন্ত মসজিদ ছাড়া একমাত্র ইউরোপীয় রাজধানী শহর।

ইতিহাসে দেখা যায়, ১৮৩৩ খ্রিস্টাব্দে ওসমানি (অটোমান) সাম্রাজ্য থেকে গ্রিস স্বাধীনতা লাভ করে। কিন্তু স্বাধীনতার পর থেকে এথেন্সে কোনো অফিসিয়াল মসজিদ ছিল না। এথেন্সে স্বাধীনতাপূর্ব যুগের অবশিষ্ট মসজিদটিকে ‘তিজিস্তারাকিস মসজিদ’ যা ‘গ্রিস লোককলার জাদুঘর’-এ রূপান্তরিত করা হয় এবং ফেথিয়ে মসজিদকে একটি গুদামঘরে পরিণত করা হয়।

তাই তখন থেকে মুসলমানরা শত শত জায়গা, দোকানপাট ও অন্ধকার গুদাম ইত্যাদিতে অস্থায়ী মসজিদ বানিয়ে নামাজ ও ইবাদত-বন্দেগি করতে শুরু করেন। কিন্তু বিভিন্ন সময়ে মুসলমানরা সহিংসবাদীদের আক্রমণের শিকার হয়েছেন। ইবাদতঘরগুলোও আক্রমণের শিকার হয়েছে বহুবার।

১৮৯০ সালে একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা সংসদের একটি আইন নিয়ে শুরু হয়েছিল। কিন্তু ২০০৪ সালের অলিম্পিক গেমসের কারণে মসিজদ-নির্মাণসংক্রান্ত সব কাজে স্থবিরতা চলে আসে।

ইসলাম বিভাগে আপনিও লিখতে পারেন। লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ২১৩১  ঘণ্টা, জুন ১০, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।