ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

বিমানে সৌদি গেলেন ১৬ হাজার হজযাত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
বিমানে সৌদি গেলেন ১৬ হাজার হজযাত্রী ছবি: সংগৃহীত

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে পবিত্র হজ পালন করতে গত এক সপ্তাহে সৌদি আরব গেছেন ১৬ হাজারেরও বেশি হজযাত্রী। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ৩৭টি ডেডিকেটেড ও ৭টি শিডিউল ফ্লাইট পরিচালনা করেছে জাতীয় পতাকাবাহী এ বিমান সংস্থা। বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে  বলা হয়, ০৪ জুলাই থেকে ৩৭টি ডেডিকেটেড হজ ফ্লাইটের মাধ্যমে বিমান এখন পর্যন্ত মোট ১৬ হাজার ২০৬ জন হজযাত্রী পরিবহন করেছে। এবছর ‘রোড টু মক্কা’-এর আওতায় ধর্ম মন্ত্রণালয়কে ১২২টি ফ্লাইটের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করার অনুমতি দিয়েছে সৌদি আরব।

ভবিষ্যতে সব ফ্লাইটের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন হবে এবং চলতি বছর হজযাত্রী পরিবহন নির্বিঘ্নে পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন হওয়া সরকারের একটি মহতী উদ্যোগ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সুন্দর হজ্জ কার্যক্রম পরিচালনায় দৃঢ় প্রতিজ্ঞ।

হজ মৌসুমের যাত্রীদের  যাত্রার ৮ ঘন্টা আগে আশকোনা হজ ক্যাম্পে অবস্থান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
টিএম/এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।