ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

জিজ্ঞাসা

ইহরাম অবস্থায় ইহরামের পোশাক পরিবর্তন যায়?

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
ইহরাম অবস্থায় ইহরামের পোশাক পরিবর্তন যায়? ছবি: সংগৃহীত

প্রশ্ন: ইহরাম অবস্থায় যদি পোশাক (ইহরামের অন্য জোড়া কাপড়) পরিবর্তন করতে হয়, তখন কীভাবে করবো? ইহরাম অবস্থায় ইহরামের পোশাক পরিবর্তনে বিধি-নিষেধ আছে কিনা জানানোর অনুরোধ রইল।

উত্তর: ইহরাম অবস্থায় ইহরামের পোশাক পরিবর্তন করা যাবে। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, রাসুল (সা.) ইহরাম অবস্থায় ‘তানয়িম’ নামক স্থানে কাপড় পরিবর্তন করেছিলেন।

(মুসান্নাফ ইবনে আবি শায়বা, হাদিস নং: ১৫০১০)

বিখ্যাত তাবেয়ি ইবরাহিম নাখাঈ (রহ.) বলেন, ইহরাম গ্রহণকারী ইহরামের কাপড় পরিধান করার পর যখন ইচ্ছা তা পরিবর্তন করতে পারবেন। (মুসান্নাফ ইবনে আবি শায়বা, হাদিস নং: ১৫০১১)

প্রসঙ্গত ইহরাম অবস্থায় কেউ মারা গেলে, তাকে অন্যান্য মৃতের মতোই গোসল দেওয়া হবে এবং যথানিয়মে অন্যান্য কাজ সম্পন্ন করা হবে। আয়েশা (রা.)-কে ইহরাম অবস্থায় মৃত্যুবরণকারী সম্পর্কে জিজ্ঞাসা করা হল। উত্তরে তিনি বললেন, সাধারণ মৃতের বেলায় যা করে থাকো, তার বেলায়ও তা-ই করবে। (মুসান্নাফ ইবনে আবি শায়বা, হাদিস নং: ১৪৬৪৯)

পবিত্র মক্কা থেকে প্রশ্নটি করেছেন: সরফুদ্দিন হায়দার

ইসলাম বিভাগে জীবনঘনিষ্ঠ প্রশ্ন আপনিও পাঠাতে পারেন। প্রশ্ন পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ১৪০১, জুলাই ২৬, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।