ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলায় ছাড়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলায় ছাড় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ

ঢাকা: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪১ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে চলছে মাসব্যাপী ইসলামী বইমেলা।
 
 

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন জানান, মেলায় কোরআনের অনুবাদ, তাফসীর, হাদিস গ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ স্থান পেয়েছে।
 
এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের স্টলে আকর্ষণীয় কমিশনে কোরআনের অনুবাদ, তাফসীর, হাদিসসহ বিভিন্ন গবেষণামূলক গ্রন্থ বিক্রি করা হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশনের গ্রন্থে ২৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে বলেও জানান নিজাম উদ্দিন।
 
ধর্মসচিব মো. আনিছুর রহমান গত ৯ নভেম্বর বইমেলার উদ্বোধন করেন, মেলা চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত।
 
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।