ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইসলাম

স্বাস্থ্যবিধি মেনে বরিশালে জুমার নামাজ আদায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মে ৮, ২০২০
স্বাস্থ্যবিধি মেনে বরিশালে জুমার নামাজ আদায়

বরিশাল: স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের মতো বরিশালেও জুমার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। 

নামাজের আযানের আগেই প্রতিটি মসজিদে মুসল্লিদের বাসা থেকে অজু করে হ্যান্ডস্যানিটাইজার ব্যবহারের জন্য অনুরোধ করা হয়।  

এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বাসা থেকে সুন্নত নামাজ আদায় করার পাশাপাশি মসজিদে জায়নামাজ নিয়ে প্রবেশে বাধ্যতামূলক করা হয়।

 

এমনকি মসজিদেও প্রতি মুসল্লিদের মধ্যে শারীরিক দূরুত্ব বজায় রাখার নির্দেশনা দেয় ঈমামরা।  

পরে নামাজ শেষে গোটা জাতিকে করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মে ০৮, ২০২০
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।