ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

হজে যেতে করোনা টিকা নিতে হবে: ধর্ম মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
হজে যেতে করোনা টিকা নিতে হবে: ধর্ম মন্ত্রণালয়

ঢাকা: আসন্ন পবিত্র হজ-২০২১ এ যাওয়ার আগাম প্রস্তুতি হিসেবে সরকারি-বেসরকারি সিস্টেমে নিবন্ধিত ১৮ বছরের ঊর্ধ্বে ও ৪০ বছরের নিচের সবাইকে করোনা ভাইরাসের টিকা নিতে হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
 
মঙ্গলবার (১৬ মার্চ) ধর্ম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, হজে যেতে হলে কোভিড-১৯ এর টিকা নেওয়া বাধ্যতামূলক করে সৌদি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় গেজেট জারি করেছে।


 
ধর্ম মন্ত্রণালয় জানায়, টিকা কার্ডে ট্র্যাকিং নম্বর, নাম, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, লিঙ্গ, মোবাইল নম্বর, হজ লাইসেন্স নম্বর, এজেন্সির নাম ইত্যাদি তথ্য উল্লেখ থাকবে।
 
স্বাস্থ্যসেবা বিভাগের মাধ্যমে মার্চ মাসের মধ্যে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ ও মে মাসের মধ্যে টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
 
৪০ বছরের ঊর্ধ্বে ৬০ হাজার ৭০৬ জন ব্যক্তির করোনার টিকা নিতে হবে বলে জানায় ধর্ম মন্ত্রণালয়।
 
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।