ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

সিলেটে কখন কোথায় ঈদের জামাত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, মে ১৩, ২০২১
সিলেটে কখন কোথায় ঈদের জামাত

সিলেট: দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহের মাঝে এলো খুশির দিন পবিত্র ঈদুল ফিতর। রাত পোহালেই শুক্রবার (১৪ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

করোনার কারণে এবারো স্বাস্থ্যবিধি মেনে পড়তে হবে ঈদের নামাজ। খোলা ময়দানে বা ঈদগাহে লাখো মুসল্লি সমবেত হয়ে ঈদের জামাত আর হচ্ছে না। প্রশাসনের নির্দেশনা মোতাবেক মসজিদগুলোতে পড়তে হবে ঈদের জামাত।

সিলেট জেলা ও মহানগর এলাকায় ৩ হাজার ৭৬৪টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জেলার বিভিন্ন উপজেলায় ২ হাজার ৭১৯টি মসজিদে এবং এক হাজার ৪৫টি মসজিদে ঈদ মাজাত হবে। এমনটি নিশ্চিত করেছেন জেলা ও মহানগর পুলিশের মিডিয়া ইউংয়ের কর্মকর্তারা।  

এর মধ্যে প্রধান জামাতগুলোর কয়েকটির ঈদ জামাতের নির্ধারণকৃত সময়ের বিষয়ে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের।

অনুষ্ঠিতব্য ঈদের জামাত হবে শাহজালাল (রহ.) মাজার মসজিদে সাড়ে ৮টায়, শাহপরাণ (রহ.) মাজার মসজিদে সাড়ে ৮টায়, গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজার মসজিদে সাড়ে ৮টায়, নগরের কুদরত উল্লাহ জামে মসজিদে ৩টি জামাত অনুষ্ঠিত হবে সাড়ে ৭টায়, সাড়ে ৮টায়, সাড়ে ৯টায়, কালেক্টরেট জামে মসজিদে ৪টি জামাত অনুষ্ঠিত ৭টায়, ৮টায়, ৯টায় ও ১০ টায়। জজ কোর্ট মসজিদে সাড়ে ৮টায়, লাল দিঘীর পাড় জামে মসজিদে সাড়ে ৮টায়, সুবহানীঘাট জামে মসজিদে সাড়ে ৭টায়, সুবহানীঘাট কাঁচাবাজার জামে মসজিদে সাড়ে ৮টায়, মীরবক্সটুলা জামে মসজিদে ৮টায়, ভার্তখলা জামে মসজিদে সাড়ে ৮টায়, খোজারখলা মার্কাজ মসজিদে ৯টায়, কদমতলী জামে মসজিদে দু’টি জামাত হবে ৮টায় ও ৮টা ৪৫ মিনিটে। ঝালোপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে সাড়ে ৮টায়, বরইকান্দি জামে মসজিদে ৮টায়, দারুস সালাম জামে মসজিদে দু’টি জামাত হবে ৭টা ১০ ও ৮টা ১০ মিনিটে। নয়াসড়ক জামে মসজিদে সাড়ে ৮টায়, নাইওরপুল তাকওয়া জামে মসজিদে ৮টা ৪৫ মিনিটে। টুকেরবাজার জামে মসজিদে সাড়ে ৮টায়, বীরপুর মসজিদে ৮টা ৪৫ মিনিটে, নুরীয়া জামে মসজিদে ৮টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, মে ১৩, ২০২১
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।