ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

শান্তিপূর্ণ পরিবেশে বায়তুল মোকাররমে জুমার নামাজ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
শান্তিপূর্ণ পরিবেশে বায়তুল মোকাররমে জুমার নামাজ  ছবি. শাকিল আহমেদ

ঢাকা: শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে নামাজ পরবর্তী সময়ে বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে বিক্ষোভ সমাবেশ হবে বলে ধারণা করা হলেও সে ধরনের কোনো ঘটনা ঘটেনি।

শুক্রবার (২২ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররমে মুসল্লীরা সুষ্ঠু পরিবেশে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখেই মসজিদ প্রাঙ্গণ ত্যাগ করেছেন। এ সময় কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটতে দেখা যায়নি।

এর আগে নামাজের পর বিক্ষোভ সমাবেশের একটি গুঞ্জন শোনা গেলেও তার কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে নামাজের সময় এবং নামাজ শেষে বায়তুল মোকাররমের আশেপাশে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে।

নামাজের আগে থেকেই নিরাপত্তা বাহিনীর টহল ছিল চোখে পড়ার মতো। মসজিদ প্রাঙ্গণ থেকে মসজিদের চারদিকেই পুলিশ এবং ডিবির সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১ 
এইচএমএস/এসআইএস
  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।