ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

আল-গফ্ফার জামে মসজিদ পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
আল-গফ্ফার জামে মসজিদ পুনঃনির্মাণ কাজের উদ্বোধন মসজিদ নির্মাণের কাজ শুরু। ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির অনুদানে দেশের বিভিন্ন স্থানে মহান আল্লাহ তায়ালার ৯৯টি গুণবাচক নামে ৯৯টি মসজিদ প্রতিষ্ঠাকরণের আওতায় পটুয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টাউন জৈনকাঠীর চন্দনবাড়ীয়ায় আল-গাফ্ফার জামে মসজিদটি আধুনিকভাবে পুঃননির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে নির্মাণকাজের উদ্বোধন করেন মসজিদ কমিটির সভাপতি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা।

এসময় উপস্থিত ছিলেন- সাবেক তথ্য কর্মকর্তা মো. বজলুর রহমান, ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর তালুকদার ও বিশিষ্ট ঠিকাদার সুলতান খন্দকারসহ অন্যান্যরা।
উদ্বোধন শেষে সুলতান আহমেদ মৃধা স্বাস্থ্যবিধি রক্ষায় মাস্কবিহীন মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।