ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

আদিতমারীতে জাপার শতাধিক নেতাকর্মী বিএনপিতে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
আদিতমারীতে জাপার শতাধিক নেতাকর্মী বিএনপিতে

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী ‍উপজেলার মহিষখোচা ইউনিয়ন জাতীয় পার্টির (জাপা) শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

বুধবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টায় আদিতমারী জিএস মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মহিষখোচা ইউনিয়ন জাপার সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন।
প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, সারাদেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানি করতেই শত শত মামলা দেওয়া হয়েছে। নেতকর্মীরা মামলায় জর্জরিত তখন রাজনৈতিকভাবে দেউলিয়া আওয়ামী লীগ বিএনপির নেতাদের ভয়ভীতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের লোভ দেখিয়ে দলে টানছেন। যা আওয়ামী লীগের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।

সাপ্টিবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান ও আদিতমারী উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুস সোহরাবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা।

উপজেলা বিএনপির আয়োজনে যোগদান অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন লিমন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।