ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

জাপা নেতার মা বেবি খাতুনের মৃত্যুতে শোক

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
জাপা নেতার মা বেবি খাতুনের মৃত্যুতে শোক

বগুড়া: জেলা জাতীয় পার্টির (জাপা) শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক আজিজ আহম্মেদ রুবেলের মা বেবি খাতুন (৬৩) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

বুধবার (৩০ মার্চ) দুপুরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মস্তিস্কে রক্ত ক্ষরণজনিত কারণে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি এক মেয়ে ও চার ছেলেসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

বুধবার (৩০ মার্চ) সন্ধ্যায় জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান স্বপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলার সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ এমপি, বিরোধীদলীয় হুইপ ও জেলা জাপার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর এমপি, সাবেক এমপি অ্যাডভোকেট শাজাহান আলী তালুকদার, সামছুল আলম তালুকদার, ফজলে রহিম মঞ্জু, আব্দুল আলীম, হাজী নুরুল আমিন বাচ্চু, এটিএম শাহ আলম, শহিদুর রহমান পশারী মন্টু, অ্যাডভোকেট সাথী হান্নান, মোকছেদুল আলম, আবু তাহের আকন্দ, লুৎফর রহমান সরকার স্বপন, ছানাউল্লাহ সানা, তোফাজ্জল হোসেন বাবলু, ফজলুল বারী, এইচ এম ইকবাল, আরিফুল ইসলাম শহিদ, ফরহাদ আলী খোকন, শফিকুল ইসলাম রতন, সাখাওয়াত হোসাইন জনি, আজিজুল হক রাজু, সফিকুল ইসলাম সুইট, অমিত দাস লন, সুলতান আলী, সোহাগ সরকার প্রমুখ।

বিবৃতিতে নেতারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।