ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

‘দেশে আইন-শৃঙ্খলা বলতে কিছু নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
‘দেশে আইন-শৃঙ্খলা বলতে কিছু নেই’ ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে আইন-শৃঙ্খলা বলতে কিছু নেই। নারী নির্যাতন-শিশু হত্যা প্রতিদিন হচ্ছে।

এভাবে একটি দেশ চলতে পারে না।

পটুয়াখালী ও বরগুনা জেলা জাপার সম্মেলন উপলক্ষে দুই দিনের সফরে এসে মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে বাকেরগঞ্জ পৌর শহরের সাহেবগঞ্জের পল্লী ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, এখন দেশে সুশাসনের অভাব। যতোদিন সুশাসন ফিরে না আসবে, ততোদিন আইন-শৃঙ্খলার উন্নতি হবেনা।

তিনি বলেন, দেশে পরিবর্তন ছাড়া সুশাসন আসবে না। পরিবর্তনের সেই সুযোগও দেখছি না। যতোদিন পর্যন্ত শক্তিশালী বিরোধী দল না থাকবে, ততোদিন এমনটা চলবে। শক্তিশালী বিরোধী দল গড়তে জাতীয় পার্টি চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ সময় এরশাদের সঙ্গে ছিলেন ছোট ভাই পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, নাসরিন জাহান রত্মা আমিন এমপিসহ স্থানীয় জাপার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
এস‌আর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।