সোমবার (১৪ আগস্ট) বিকেলে বিরোধী দলীয় নেতার কার্যালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মামুন হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বাণীতে রওশন এরশাদ বলেন, আমাদের জাতীয় ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান অপরিসীম।
বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিরোধীদলীয় নেতা শোক বাণীতে আরও বলেন, ১৫ আগস্টে কেবল একজন রাষ্ট্রনায়ককে নৃশংসভাবে হত্যা করা হয়নি। বরং ধুলিস্যাৎ করার চেষ্টা হয়েছে সদ্যস্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্নকেও।
এদিকে, বিরোধীদলীয় নেতা শোকাহত চিত্তে গভীর শ্রদ্ধা জানান স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদ সদস্যদের স্মৃতির প্রতি। তিনি পরম করুণাময় আল্লাহর দরবারে ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানান সমবেদনা।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
এমএএএম/জিপি