এজন্য ৩০০ আসনে যাছাই-বাছাই করে প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ষোড়শ সংশোধনী নিয়ে কোনোও মন্তব্য করবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
তিনি অভিযোগ করে বলেন, ‘এবারের ভয়াবহ বন্যায় সরকার বানভাসি মানুষদের রক্ষায় তেমন কোনোও পদক্ষেপ নেয়নি। তবে জাপা বানভাসি মানুষদের পাশে দাঁড়িয়েছে। সাধ্যমত ত্রাণ দেওয়ার চেষ্টা করছে। ’
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে কোনোও মেয়র প্রার্থী দেবে না বলে আশা প্রকাশ করে এরশাদ বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থী দিলেও জাপার মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বিপুল ভোটে জয়ী হবে। ’
এর আগে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে রংপুরে আসার পথে সৈয়দপুরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এরপর রংপুর সার্কিট হাউসে এসে পৌঁছলে দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
এসময় মহানগর জাপা সভাপতি মোস্তফা সাধারণ সম্পাদক ইয়াসির আহাম্মেদসহ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
এএটি/