ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

জাতীয় পার্টি ক্ষমতায় আসতে প্রস্তুত: এরশাদ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
জাতীয় পার্টি ক্ষমতায় আসতে প্রস্তুত: এরশাদ সমাবেশে বক্তব্য রাখছেন হুসেইন মুহম্মদ এরশাদ/ছবি: সুমন শেখ

সোহরাওয়ার্দী উদ্যান থেকে: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামীতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয় পার্টি ক্ষমতায় আসতে প্রস্তুত। আজকে সমাবেশের জনসমাগম সেটাই প্রমাণ করে।

শনিবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলত জাতীয় জোটের মহাসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা নির্বাচনকালীন সরকারের রূপরেখা দিয়েছি।

জাতীয় সংসদে যাদের প্রতিনিধিত্ব আছে তাদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। এ সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে।

তিনি আরো বলেন, ২৫ বছর বারবার দুটি দল ক্ষমতায় ছিল, জনগণকে কোনো কিছুই দিতে পারে নি। অন্যায় অবিচার করেছে। শুধু বড় বড় বক্তৃতা দেয়।

জাতীয় পার্টির এ শীর্ষ নেতা বলেন, উন্নয়নশীল দেশে উন্নীতের নামে ঢাকায় আনন্দ মিছিল ও আতশবাজি ফুটানো হচ্ছে। কিন্তু গ্রামের অবস্থা ভালো না, আপনারা গ্রামে গিয়ে দেখেন। মানুষের চাকরি নাই। শান্তি নাই। ব্যাংকে টাকা নাই। শেয়ারবাজারে লুটপাট হচ্ছে। কোথাও সুখবর নাই।

দেশে সুষ্ঠু নির্বাচন হয় না উল্লেখ করে তিনি বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচন দিতে সরকার বাধ্য থাকবে।

এসময় মঞ্চে সম্মিলিত জাতীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
এসকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।