ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

ভারত সফর শেষে দেশে ফিরেছেন এরশাদ

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
ভারত সফর শেষে দেশে ফিরেছেন এরশাদ দেশে ফিরলে এরশাদকে স্বাগত জানান পার্টির নেতারা। ছবি: বাংলানিউজ

ঢাকা: চারদিনের ভারত সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ভারত সরকারের আমন্ত্রণে তিনি এ সফর করেছেন তিনি। 

বুধবার (২৫ জুলাই) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী প্লেনটি পৌঁছায়। সেখানে এরশাদকে স্বাগত জানান পার্টির সিনিয়র নেতারা।

 

সফরকালে ভারতের ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহসহ মন্ত্রী এবং ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন হুসেইন মুহম্মদ এরশাদ।  

এর আগে গত ২২ জুলাই জেট এয়ারওয়েজের একটি প্লেনে দিল্লি যান এরশাদ ও তার সফরসঙ্গীরা।  

সাবেক এই রাষ্ট্রপতির সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন- পার্টির মহাসচিব সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম মেম্বার জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায় ও মেজর (অব.) মো. খালেদ আখতার।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এসআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।