ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

বড়দিন উপলক্ষে দেশবাসীকে জাপা চেয়ারম্যানের অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
বড়দিন উপলক্ষে দেশবাসীকে জাপা চেয়ারম্যানের অভিনন্দন

ঢাকা: বড়দিন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক প্রেস বার্তায় এ অভিনন্দন জানান জাপা চেয়ারম্যান।

জি এম কাদের বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত সৃষ্টির দেশ।

এখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান একই সুতায় ভালোবাসার বন্ধনে আবদ্ধ। দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাই এক সঙ্গে কাজ করছেন।

খ্রিস্টান সম্প্রদায়কে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে জি এম কাদের বলেন, এই মহান দিনে বিশ্বময় শান্তি ও সম্প্রীতির বাণী ছড়িয়ে দেওয়া যীশু বেথলেহামে জন্মগ্রহণ করেন। এ দিন ঘিরে দেশবাসীর সুখ, শান্তি, প্রগতি ও উন্নয়ন কামনা করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এসএমএকে/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।